ঈমানের দাবী কি কুরবানি নয়?
লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ২৮ জানুয়ারি, ২০১৭, ০২:৩০:৪৩ দুপুর
বর্তমানে কিছু লোকের আর্বিভাব হয়েছে যারা জামায়াত নেতাদের কাফের, মুরতাদ বলেন।কারণ তারা নাকি গণতন্ত্র মেনে নিয়ে আল্লাহকে সকল ক্ষমতার উৎস মানেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হল এ জামায়াত নেতাদের একজন ও ফাসির কাষ্ঠে দাড়িয়ে ও শুধু মাত্র আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইতে রাজী হন নি। তারা বলতেন"জীবন-মরণের মালিক আল্লাহ তায়ালা। তাই মানুষের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে ঈমান হারা হয়ে মরতে চাই না।" এখন কম্বল জিহাদিদের কাছে জানতে চাই ঈমানে সংজ্ঞা কি? আর কি করলে তারা ঈমানদার হতে পারবেন?আর যদি জামায়াত নেতারা কাফের মুরতাদ না হন তাহলে রাসূল(স) এর ঘোষণা অনুযায়ী অপবাদ আরোপ কারীদের উপর তা কি বর্তায় না????ঈমানের দাবী কি কুরবানি নয়?
বিষয়: রাজনীতি
১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন