একটা রাস্তা বন্ধ হলে,দশটা রাস্তা খুলবে

লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ২৬ জানুয়ারি, ২০১৭, ০৩:১৬:৪৭ দুপুর

"মানবজমিন" কিছু দিন আগে একটা নিউজ করেছিল যা তারা তাদের অনলাইন পাতায় ও প্রকাশ করেছিল। নিউজটা ছিল এমন" শিবিরের তৎপরতার মনিটরিংয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি।"পুরো নিউজটা পড়লে বুঝবেন এটা একটা সিন্ডিকেটেট নিউজ।গোয়ান্দা বরাত দিয়ে নিউজটা করা হলে ও কোন নির্ভর যোগ্য সূত্রের উল্লেখ করা হয় নি।উল্টা শিবিরের ওয়েব সাইট,ফেসবুক পেজ ও শিবির পরিচালিত "অনলাইন লাইব্রেরি "সম্পর্কে বিষেদাগার করা হয়েছে। কার্যত ২০১১ সাল থেকে শিবিরের কেন্দ্রীয় অফিস সহ সকল শাখা ও জেলা অফিসে তালা ঝুলানো হয়েছে।স্বাভাবিক সাংগঠনিক কর্মকান্ড ও চালাতে দেওয়া হচ্ছে না।সংগঠনের অভ্যন্তরীণ programme গুলো কে ও "গোপন বৈঠক "বলে চালিয়ে দেওয়া হচ্ছে।সারা দেশে শিবিরের শত শত লাইব্রেরি ধ্বংস করা হয়েছে।অথচ এদেশে শিবির কোন নিষিদ্ধ কোন সংগঠন নয়।অন্য ছাত্র সংগঠন গুলোর মত শিবিরের ও এদেশে রাজনীতি করার অধিকার আছে। প্রতি পদে পদে শিবিরের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করা হল।অথচ তখন "মানব জমিন "দের একটা বাক্য ব্যয় করতে ও দেখা গেল না।কিন্তু শিবির যখন সৎ,যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক তৈরীর জন্য অনলাইনে গঠন মূলক কাজ শুরু করেছে তখন মিডিয়ার গাত্রদাহ শুরু হয়েছে।অথচ শিবিরের অনলাইন লাইব্রেরির বই গুলো কোন নিষিদ্ধ বই নয়।সব গুলোই দেশের জনপ্রিয় লেখকদের লেখা।তাই এসব বই গুলোকে অযথা "জিহাদী"বই হিসেবে চালিয়ে দিয়ে"মানব জমিন সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে হচ্ছে।আসলে বাধা,বিপত্তি,সমস্যা, ষড়যন্ত্র সব যুগেই ইসলামী আন্দোলনের গতিরোধ করে দিতে চেয়েছে।কিন্তু আন্দোলনের কর্মীরা একটি পথ বন্ধ হলে, দশটি পথ খুলছে।আন্দোলনের জন্য এটা অতি স্বাভাবিক হিসেবেই সকল যুগে বা কালে ধরে নেওয়া হয়েছে।

বিষয়: রাজনীতি

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File