আসুন আমেরিকার কাছ থেকে শিখি
লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ২১ জানুয়ারি, ২০১৭, ০২:৫২:৫৭ দুপুর
বিশ্বে ধর্মনিরপেক্ষতার মোড়ল হচ্ছে আমেরিকা।অথচ সে দেশের প্রেসিডেন্টকে শপথ নিতে হয় বাইবেলের উপর হাত রেখে।এতে কিন্তু তাদের দেশে ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না।কারণ "বাইবেল" সে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতীক। ভাবতে অবাক লাগে বিশ্বের সবচেয়ে আধুনিক দেশের রাষ্ট্র প্রধানকে ও শপথ নিতে হলে "হোয়াইট হাউজের" পাশে একটা গীর্জায় বিশেষ প্রার্থনায় অংশ নিতে হয়। সে দেশের ডলারের গায়ে লেখা থাকে"Only God Can Save America." অথচ আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নামে এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের "বিশ্বাসের প্রতীকগুলো"আস্তে আস্তে উপড়ে ফেলা হচ্ছে। আমাদের দেশে পাঠ্য পুস্তক গুলোতে সামান্য ধর্মীয় চেতনা বোধের পরিচয় পাওয়া গেলে "প্রগতীবাদীদের"রাতের ঘুম হারাম হয়। অথচ ঠিক একই ভাবে অসাম্প্রদায়িকতার অজুহাতে সংখ্যা লঘু একটি বিশেষ ধর্মের ধর্মীয় আচারগুলোকে বাঙ্গালী সংস্কৃতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তখন কিন্তু এদের ক তথাকথিত "ধর্মনিরপেক্ষতা" চেতনা মনে থাকে না। আসলে এ দেশের শাসক গোষ্ঠীর ধর্মনিরপেক্ষতার বুলির আড়ালে ইসলামকেই মুলোচ্ছেদ করতে চায়।কিন্তু কোন যুগে, কোন কালেই যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসকে পদদলিত করে সামনে আগানো যায় না, আমেরিকার প্রতি ৪ বছর পর পর " শপথ"অনুষ্ঠান আমাদের এ কথাই স্মরণ করিয়ে দেয়।
বিষয়: রাজনীতি
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন