অধর্ম যায় ধর্মমতে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১১:৪৩ সন্ধ্যা
আমার ধর্মে আঘাত এলে
আমার যেমন কষ্ট লাগে
তোমার ধর্ম আঘাত করা
সেটাই করো সবার আগে।
আমার ধর্ম খুড়িয়ে চলে
সেটাই তোমার অভিযোগ
বাড়াতে চাও গতিবেগ
এটাই তোমার ধর্মরোগ।
ধর্মে তুমি বিরক্ত খুব
নাম রেখেছ সেকুলার
মরলে কিন্তু ধর্মমতেই
হতে চাও দুনিয়াপার।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন