চোর দেখেছিস ! না স্যার । দেখিস নাই কেন ! সামনে দিয়ে যায়নি । কি জানিস ! আমার নাম।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২২:২৭ বিকাল
তুই চোর ! না স্যার আমি চুরি করি নাই । তাহা হলে চোর দেখেছিস ! না স্যার তাও দেখি নাই ।
তবে রে শালা, তুই কি জানিস ?
আমার নাম জানি।
হ; পাইছি তোকেই খুজছিলাম । গত কয়েকটা দিন তোর মতো হাবা হাসমত টাইপের কাউকে খুজছিলাম রে। কেন জানি আমার সামনে শিকার আসতেছিলনা। পকেটে কোন টাকা নাইরে ।
তোকে মাদকদ্রব্য আইনে গ্রেফতার করা হলো । তোর পকেটে ইয়াবার টেবলেট পাওয়া গেছে তোকে কোর্টে চালান দিব তারপর মজা বুঝবিরে শালা পুলিশ কাহাকে বলে।
স্যার আমাকে মাফ করবেন , জীবনে কোন দিন ইয়াবা টেবলেট দেখিনাই পাচারতো দুরের কথা।
আচ্ছা এখন দেখাবো বলেই লোকটির পকেটে কয়েকটি ইয়াবার টেবলেটের প্যাকেট ঢুকিয়ে দিল আর বলল এইটার নাম ইয়াবা।
আমাদের পুলিশ এবং জনগনের মধ্যে নাটকের একটা অংশ বললাম
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদেরকে হেফাযত করুক
আমিন
আমাদের শাষক নয় এটা শোষক
নিরীহ মানুষদের গ্রেফতার করে তাদের কাছ থেকে খসানো পুলিশের কাছে ১০ টা ঈদের মত আনন্দের।
মন্তব্য করতে লগইন করুন