প্লিজ প্রধানমন্ত্রীকে কাঁদতে দিন
লিখেছেন লিখেছেন দাবী আদায়ের বালক ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৯:২৪ বিকাল
** তিনি অনেক বড় বড় চটি লিখে
দেশের তরুন সমাজকে সাময়িক আনন্দ
দিতেন যা কিনা তরুণীরাও
তরুনদেরকে দিতে পারতোনা ।
** তিনি তাসলিমা নাসরিনের
দেহের সুখ মেটাতে সুদুর কলকাতা
পর্যন্ত পাড়ি দিয়েছিলেন কিন্তু
সেখানে গিয়ে সেই নারী
সেবার সুযোগ খুজে পাননি
( তাসলিমার নিজের লেখা থেকে
নেওয়া ) ।
** তিনি পাকিস্তান আমলে
পাকিদের লিস্টেড লেখক ও কবি
ছিলেন এবং লিস্টেড দালাল
ছিলেন । আর উনার বউ
পাকিস্তানিদেরকে মজার মজার
রান্না করে খাওয়াতেন ।
** তিনি নাস্তিকদের পক্ষে লিখে
এই দেশের তরুনদেরকে ধর্মের
ব্যাপারে অনেক জ্ঞান দিয়ে তরুন
সমাজের অনেক উপকার করেছেন যা
কিনা পারতোনা ইসলাম বা অন্য
কোন ধর্মের লোকেরা ।
** তিনি ফজরের আজানে দেশের
মানুষের ঘুমের ক্ষতি হয় এই সুত্র
আবিস্কার করে কাককে চিৎকার
করে কা কা করে ডাকার সুযোগ
করে দিয়ে এই দেশের মানুষের
ঘুমের ও কাকের কা কা ডাকার পূর্ণ
স্বাধীনতা পাওয়াতে যথেষ্ট
ভুমিকা রাখেন ।
** উনি নারীদের স্তনের যৌক্তিক
ব্যাবহার ও কামবাসনায় কিভাবে
সুখ ও শান্তি মিলে সেসব শিখিয়ে
নারী জাতির ও তরুন সমাজের জন্যে
অনেক অবদান রেখে গিয়েছেন ।
কবি ও লেখক সৈয়দ শামসুল হকের এতসব
অবদানের জন্যে, বিশ্বের সবচেয়ে
ক্ষমতাধর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ
হাসিনা উনার মৃত্যুতে গভির শোক
পালন করেন ।
উনার মৃত্যুতে প্রধানমন্ত্রী কাঁদতে
ভুলে গিয়েছেন ।
উনার এই অকালে মাত্র ৮১ বছর বয়সে
চলে যাওয়ায় এই দেশ মেনে নিতে
পারেনি । পারেননি আমাদের
প্রধানমন্ত্রীও ।
উনার এভাবে চলে যাওয়া মেনে
নেওয়া যায়না । আরও কয়েকশো বছর
উনার বেচে থাকা খুবই প্রয়োজন
ছিল এই জাতি ও এই দেশের জন্যে ।
মাননীয় প্রধানমন্ত্রী আজ বাকরুদ্ধ ।
তিনি গ্লিসারিন দিয়েও আজ
কাঁদতে পারছেন না শত চেষ্টা
করেও ।
কান্নার জন্যে তিনি আনিসুল হকের
দ্বারে গিয়েও কাঁদতে পারেননি
।
দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীকে
কাঁদতে দিন ।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন