- কাক এবং সামছু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪০:০২ বিকাল
ডাকছে কাক কা কা
তাকা সামছু তা কা
মুয়াজ্জিনের আজানটা
খবরদার শুনবিনা।
ডাকছে কাক কা কা
যারে সামছু শুনে যা
আড়াই হাত কব্বরে
চাইলেও আর শুনবিনা।
ডাকছে কাক কা কা
শুনরে সামছু শুনে যা
আযানের নেয়ামত
কেউ পায় কেউ পায়না।
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাকের মতো কা কা করে
শেষ হলো তোর কেসসা।
এবার কাকের কা কা শোন
আর পাবি না শান্তি কোন।
,.,ধন্য ধন্যবা|
কা কা করে রে
মন্তব্য করতে লগইন করুন