একটা পাখী একলা গায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:২০:১৭ সন্ধ্যা
ছাদে এসো ছুঁবোনা হাত কথা দিলাম
সন্ধ্যায় এসো হবেনা রাত কথা দিলাম
এক আকাশ গল্প জমাট দিয়েছে কপাট
ভাবনাগুলো হরহামেশায় হচ্ছে নিলাম।
এক আকাশ তারার মেলা ছড়ায়ে আলো
রাত্রি হলে ডাকে আমায় লাগে ভালো
হাওয়া এসে দোল দিয়ে যায়, চমকে হঠাৎ
লোডশেডিঙ্গে বদলায় শহর নিকষ কালো।
সেইসব গল্প শুনবে শুধু কথা দিলাম
অজুহাতে ছুঁবোনা চুল কথা দিলাম
হাত দুই ব্যাবধানে দ্বিধা রেখো তফাৎ
একটা পাখী সঙ্গী পাক অপেক্ষায় ছিলাম।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্যই বানাইছে দাদারা টলিউডি ছবি প্রাক্তন
মন্তব্য করতে লগইন করুন