প্রবাস ফেরতদের জন্য সুখবর!

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৮:২২ সন্ধ্যা

_______প্রবাস ফেরতদের জন্য সুখবর!

œœœœœœœœœœœœœœœœœœœœœœ

♣ আপনি কি প্রবাস থেকে দেশে এসে চাকরী পেতে ব্যর্থ হয়েছেন?

♣ আপনি কি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে ভয় পাচ্ছেন?

♣ ব্যবসা করতে চাইলেও সবাই বলে " এ দেশে কি আর ব্যবসা করতে পারবেন?" কথাটি শুনে কি ভয় পাচ্ছেন?

♣ বেকার বসে বসে প্রবাসে কমানো অর্থ কি শেষ পর্যায়ে?

নো টেনশন হে প্রবাস ফেরত মানুষ।

মাত্র দুই/তিন লাখ টাকা জমা রেখে আমার প্রতিস্টানে বসে ব্যবসা শিখে খুব অল্প সময়ের মধ্য ব্যবসায়ী হতে পারবেন। বিনিময়ে আপনাকে প্রতিমাসে এত টাকা দেয়া হবে। টাকার বিপরিতে আপনাকে ক্যাশ চেক দেয়া হবে।

সাবধান! হে প্রবাস ফেরত মানুষ। এমন লোভনীয় প্রস্তাবে কখনো রাজি হয়ে নিজের সর্বনাশ ঢেকে আনবেন না।

যিনি এমন প্রস্তাব দিচ্ছেন তার প্রতিস্টান সম্পর্কে ভালো করে খোজ খবর নিন। তিনি কি আপনার উপকার করবেন নাকি অপকার করবেন।

কাউকে যদি বিশ্বাস করে টাকা দিতে মন চায় তাহলে কয়েকজনকে সাক্ষী রেখে টার্ম এন্ড কন্ডিশন জেনে নিয়ে লিখিত চুক্তিপত্র করবেন। যদি না করেন তাহলে মনে করবেন আপনি ঠকেছেন।। ব্যাংকে গিয়ে দেখবেন তার একাউন্টে টাকা নেই। তখন তার বিরুদ্ধে মামলা করা ছাড়া কোন পথ খোলা থাকবে না।

অপ্রিয় হলেও সত্য যে,উপরের কথাগুলো মোটেও মিথ্যা নয়। এক শ্রেনির প্রতারক প্রবাস ফেরত অসহায় মানুষদের সাথে প্রতারণা করে যাচ্ছে। ইতিমধ্যে প্রতারিত হয়েছেন এক ভাই বিষয়টি আমাকে শেয়ার করেছেন। এই তালিকায় আরো থাকতে পারে। অনেকে লজ্জায় বিষয়টি প্রকাশ করতে চায় না বলে প্রতারকেরা আরো বেপরোয়া হয়ে উঠে।

তাই সাবধান হে প্রবাস ফেরত মানুষ। নিজের কষ্টার্জিত অর্থ কারো হাতে তুলে দেয়ার আগে কমপক্ষে ১০০ বার ভাবুন।।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377602
১৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
312961
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ
377620
১৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৭
আবু জারীর লিখেছেন : স্বাক্ষি রেখে এবং স্টাম্পে ডিড করেও লাভ নাই। বশীর ভাগই লেনদেনের ক্ষেত্রে চরম প্রতারক এমনকি সততার খেতাব প্রাপ্ত লোকেরাও। বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম।
১৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:১২
312964
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন। কেউ একবার ধরা খেলেই সাবধান হয়।
377625
১৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:৩৯
কাহাফ লিখেছেন : ধান্ধাবাজীর আধিক্য ধারণাতীত এই বাংলাদেশে!
সতর্কতা মুলক পোস্টে স হমত জামিয়ে আন্তরিক ধন্যবাদ!!
১৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৭:১৪
312972
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File