মোনাজাত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:১৮:৪৪ বিকাল
দিলাম খোদা কোরবানী
রহমতের দোরখানি
দাওনা খুলে তবে
গরীব দুঃখি একসাথে
মিলেমিশে একপাতে
হাত তুলেছি সবে।
তুমি খালিক তুমি মালিক
পাখপাখালি টিয়া শালিক
তোমার গুণগানে
বিশ্বজাহান অবিরত
দিনেরাতে সবই নত
একই সুরতানে।
আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন