যে কারো সাথে হিংসা করে;বরং সে নিজেই নিজের ক্ষতি করে !!

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৬:৪৯ সন্ধ্যা

আমাদের বর্তমান সমাজে একশ্রেনীর মানুষ আছে,তারা চায়না আপনি খুব স্বচ্ছলভাবে চলেন ! আপনার সমাজে একটা ভালো অবস্থান তৈরি হোক ! ঐ শ্রেনীর মানুষগুলো চায় আপনি সব সময় তাদের কাছে যান তাদের কাছে আপনার অস্বচ্ছলতার কথা প্রকাশ করেন,তাদের কাছে সাহায্য চান এবং আপনি সাহায্যের জন্যে গেলে তারা খুবই খুশি হন,এজন্য যে আপনি এখনো তাদের কাছে সাহায্য চাচ্ছেন একারনে !

তারা চায় সমাজে যাতে আপনি প্রতিষ্ঠিত হতে না পারেন, তারা চায় আপনি সব সময় তাদের খোজ খবর নেন এবং তারা যতোকুটু পারেন আপনাকে করুনা করে বা দয়া করে কিছু সাহায্য করবে,আর এ সমস্ত মানুষগুলোই যখন আপনার অর্থসম্পদ হয়ে যায়,আপনি তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও তারা আপনার সাথে তখন আর যোগাযোগ রাখতে আগ্রহ প্রকাশ করেন না ।

এ ধরনের মানুষগুলোর ভিতর চরম হিংসা কাজ করে !

দ্বিতীয়ত: আবার আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যে,যাদের কিছু নেই;কিন্তু আপনার অর্থসম্পদ হোক বা আপনি তাদের চেয়ে বেশী সম্পদশালী হোন তারা তা চায় না,হয়তো আপনিও কোনো এক সময় তাদের মতোই ছিলেন তাই আপনার অর্থসম্পদ বা সমাজে একটা পরিচিতি হলে তারা তা সহ্য করতে পারেন না ! তাদের ভিতর এক ধরনের চরম হিংসা কাজ করে !

আমাদের সমাজে সম্পদশালীরা দরিদ্রদের সাথে করুনা করেন আবার ঐ দরিদ্রদের সম্পদ বা টাকাপয়সা হলে আবার তাদের সাথে হিংসা করেন ।

তেমনি যারা একসময় আপনার মতো ছিলো;কিন্তু এখন আপনার অবস্থার পরির্বতন হয়েছে তাই সেও এখন আপনার সাথে হিংসা করছেন ।

আমাদের সমাজের বর্তমান চিত্রটাই এখন এরকম হয়ে গেছে ! কারো ভালো কেউ দেখতে পারে না !

কেউ যদি সত্যিকার অর্থে তার মেধা বুদ্ধি যোগ্যতা দিয়ে সমাজে বা নিজে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে কেন আমরা তাদের সাথে হিংসা করবো বা যোগাযোগ বিচ্ছিন্ন করবো! অনেকে আবার আত্নীয়তার সর্ম্পকও আস্তে আস্তে নষ্ট করে ফেলেন !

আমাদের সমাজের বর্তমান প্রতিচ্ছবি কিন্তু এমনই বলছে ! আমরা কারো ভালো কেউ সহ্যই করতে পারছিনা !

যারা আপনার সাথে হিংসা করেন তারা;কিন্তু আপনার দুরের লোক নয় তারা আপনার খুব কাছেরই মানুষ ! আপনার কাছের বন্ধুবান্ধব আপনার কাছের আত্নীয়স্বজন পরিচিত ও আপনার আশেপাশের লোকজনই আপনার সাথে এমনটি করে থাকেন ! এটা কিন্তু বাস্তবেই এখন সচরাচর আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে !

অথচ যে কারো সাথে হিংসা করলো,সে নিজেই;বরং নিজের ক্ষতি করলো ! যদিও সে তা বুঝতে পারেন না ।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে বুঝার মতো সহিহ বুঝ দান করুন !

_______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377489
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:১৭
আফরা লিখেছেন : একেবারে সত্য কথা ।ধন্যবাদ ভাইয়া ।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে বুঝার মতো সহিহ বুঝ দান করুন ! আমীন

ঈদ- মোবারক ভাইয়া ।
১৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:০০
312920
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসসালামু আলাইকুম
ঈদ মোবারক ! আপু কেমন আছেন ? দোয়া রইলো !
377496
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৩:৪৪
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।
১৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:০১
312921
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসসালামু আলাইকুম । ঈদ মোবারক !
377524
১৩ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:২০
হতভাগা লিখেছেন : অনেক সময় দেখা যায় আপনার হিংসা তার জন্য শাপে বড় হয়ে এসেছে
১৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:০১
312922
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসসালামু আলাইকুম । ঈদ মোবারক !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File