Rose বিডি পরিবারের সকলকেই ঈদ মোবারক Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫২:১২ সন্ধ্যা



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।

মুসলিম উম্মাহর পরম আনন্দঘন ত্যাগের এই মহিমাময় গৌরবোজ্জ্ব্যল মুহূর্তে ও ঈদুল আযহার এই পবিত্র কাঙ্ক্ষিত দিনে সন্মানিত বিডি পরিবারের সকলকেই জানাই ঈদ মোবারক।

Rose Rose Rose Rose

আসুন, এই শুভক্ষণে মহতী এ দিনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে যে যার অবস্থান থেকে সন্ত্রাস, অপশাসন ও দুর্নীতির মূলোচ্ছেদ করে জাতীকে একটি সোনালী ও শান্তিপূর্ণ সুন্দর সমাজ উপহার দিতে সচেষ্ট হই। সকল মানুষ ভাই ভাই এই ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম – এর পুণ্যময় কর্মে নিজেদেরকে উৎসর্গ করি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরসমূহে দ্বীনের আলোয় আলোকিত করে হৃদ্যতার প্রগাঢ় বন্ধন সৃষ্টি করে দিন। আমীন।



বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377476
১২ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১৭
স্বপন২ লিখেছেন : সালাম, ঈদ মোবারক। ঈদের জামাতে নামাজ
শেষ করে আসলাম।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪৮
313124
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আমরাও সেদিন ঈদগাহে ঈদের নামায আদায় শেষে বাসায় ফিরেছিলাম মাত্র। বাসা থেকে বেরুবার আগে ছোট্ট একটু পোস্ট! তারপর অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে আর ব্লগে ঢু মারা সম্ভব হয়নি।

আপনার মূল্যবান উপস্থিতিসহ উৎসাহব্যঞ্জক মন্তব্য অনেক ভালো লাগলো।

আল্লাহ্‌ সুবহানু তা’আলা আপনাকে উত্তম প্রতিদান দিন।
377477
১২ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ঈদ মুবারক!
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৩
313125
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনাকেও ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।

সুস্থ থাকুন ভালো থাকুন সবসময়। এটাই কামনা ও প্রার্থনা।
377488
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:১৫
আফরা লিখেছেন : ঈদ -মোবারক আপু ।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৪
313126
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি।

তোমাকেও ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।

সবাইকে নিয়ে ভালো থেকো, খুব ভালো।
377508
১৩ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:০৮
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস্ সলাম ওয়ারাহমাতুল্লাহ.....
আপনাকেও ঈদ মোবারক শ্রদ্ধেয়া আপুজ্বী!
সুন্দর আহবানে স হমত পোষণ করে 'জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা' জানাচ্ছি!
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৬
313127
সন্ধাতারা লিখেছেন : অন্নেক দিন পর আপনার মহা মূল্যবান উপস্থিতি ভীষণ আনন্দ বয়ে আনলো বিডি পরিবারে।

কেমন আছেন?
২৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:২৫
313158
কাহাফ লিখেছেন : আপনারা মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ!
ছুটি কাটিয়ে আবার সেই প্রবাস নামক বন্দিখানায়!
দুয়ায় দরখাস্ত মুহতারামা আপুজ্বী!
377527
১৩ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:২৮
তবুওআশাবা্দী লিখেছেন : ঈদ মোবারক !
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৭
313128
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনাকেও ঈদ মোবারক। অনেক দেরীতে হলেও।

সুস্থ থাকুন ভালো থাকুন সবসময়। এটাই কামনা ও প্রার্থনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File