অসময়ের যাত্রী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৩, ০২:১৩:০৫ দুপুর
@
কত কি পড়ছি
আরো পড়ার বাকি
@
কত কি জানছি
আরো জানার বাকি
@
কত কি দেখছি
আরো দেখার বাকি
@
কত কি করছি
আরো করার বাকি
@
কত কি ভাবছি
আরো ভাবার বাকি
@
সবইতো ঠিক আছে
একদম নির্ভুল
মৃত্যু যদি নাড়ে কড়া
বাঁধবে গন্ডোগোল।
@
আসলে আমাদের
কিছুই করার নেই
মৃত্যু চিন্তা থাকে যদি
হারাবেনা খেই।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন