নারীর শরীরের রোশনাই

লিখেছেন লিখেছেন তারেক ১৩ জানুয়ারি, ২০১৩, ০৩:১১:৪০ দুপুর

মহাখালী ফ্লাইওভারের নীচের পিলারের সাথে বেশ কয়েকটি বিজ্ঞাপন প্রতিদিনই চোখে পড়ে। দিনে অন্তত একবার! ডায়মন্ড বিক্রেতাদের বিজ্ঞাপন।

এ সব বিজ্ঞাপনকে কোনোভাবেই শালীন বলা যাবে না। নারীর শরীরের রোশনাই জালিয়ে পণ্য বিক্রেতারা মানুষকে আকৃষ্ট করতে চান। তার একটা ডায়মন্ড ওয়ার্ল্ড। তাদের বিল বোর্ড দেখলে মনে হয় হীরার গয়ণা শরীরে চড়াতে হলে গা খুলতে হবে। দেখাতে হবে শরীরের স্পর্শকাতর অংশ। এটা কি ঠিক!

হার পরলে তা গলায় পরবে, দুল কানে, চুড়ি পরলে হাতে। এ সব স্থানে এর ভালো বিজ্ঞাপনই করা যায়। কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ড তাদের বিজ্ঞাপনে যা দেখাচ্ছে তাকে কোনো ভাবেই শালীণতার আওতায় আনা যাবে না।

এ ধরণের নগ্ন বিজ্ঞাপন বন্ধ হওয়া দরকার। কারণে এ সব সব বসয়ী মানূষ এক সাথে দেখতে পারেন না।

ইদানিং দেখছি তাদের দেখাদেখি ভাসাবিও একই রকমের বিজ্ঞাপন করছে।

এখনই এর নিয়ন্ত্রণ না করলে সামনে কোনোভাবেই এ ধরণের বিলবোর্ডের সংখ্যা বৃদ্ধির চেয়ে কমবে বলে মনে হয় না।

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File