- ব্যচলর বিভ্রাট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুলাই, ২০১৬, ০৮:০৭:১৬ রাত
ভাড়া ঘর ছেড়ে দাও ব্যচেলরে ভয়
বাড়িওয়ালা কয়।
মাথা গুজার ঠাঁই নেই যাবো কোথা চাচা
এনে দিন খাঁচা।
অভিযোগ আসে যদি জঙ্গির বাস
তবে সর্বনাশ।
বান্ধবী থাকে যদি হবে নাকি ছাড়!
লিভটুগেদার।
আরেকটু ভেবে দেখি দু'টো দিন যাক
রেখেঢেকে থাক।
থেকে থেকে শঙ্কায় বুকে নিয়ে ডর
আছে ব্যচলর।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এনে দিন খাঁচা। অনেক ধন্যবাদ
ধন্যবাদ বাকপ্রবাসকে..
আসল উদ্দেশ্যটা দিলেন তো ফাঁস করে !!
মন্তব্য করতে লগইন করুন