ফিরে আসার কবিতা
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৭ জুলাই, ২০১৬, ০৮:৫৩:৫০ রাত
হঠাৎ করেই হারিয়ে যাওয়া
তারপর চুপিচুপি, কেউ যেন টের না পায়
নিঃশব্দ আগমন।
এ আমার চরিত্রের খেয়ালী চিত্র
কোন অভিমান, ক্ষোভ কিংবা জিজ্ঞাসা নেই, তবু
আলস্যে অস্থির আমি হঠাৎ করেই নীরব হয়ে যাই।
দীর্ঘদিন পরে, বালির মোড়ক ছেড়ে যেন
মাথা বার করা এক অজানা অবয়ব!
আমি ঠিক এমনই। তবু তোমাদের মনে রাখি
সবসময়, প্রতি ক্ষণে।
বিষয়: বিবিধ
২৮৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন