- দিন আজকাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুলাই, ২০১৬, ১২:৫৮:২৪ দুপুর

বাড়ছে বাড়ুক গ্যাসের দাম

পয়সা গুনাই আমার কাম।

রাখতে চাইলে পিঠের ছাল

ঢালরে আবুল গাঁটের মাল।

পিস টিভিটা বন্ধ হোক

শান্তি চায় দেশের লোক।

হিন্দি চ্যানেল আর জোয়ারে

চেতনার ঠাঁই হোক খোঁয়াড়ে।

জঙ্গি যখন দোরগোড়ায়

খুৎবা কেন হর্স খুড়ায়

সেটাও এবার বন্ধ হোক

শান্তি চায় দেশের লোক।

নিশা দেশাই আয়রে আয়

ভাগের মাল তোরও চাই।

ভাগ করে নে গ্যাস কয়লা

কোনটা চায় বল পয়লা।

আমরা কেবল দিতেই জানি

খেতে মজা ঘোলা পানি।

আর পাবেনা এমন জাতি

দ্বন্দেমন্দে আত্মঘাতি।

বিষয়: বিবিধ

৭৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374362
১১ জুলাই ২০১৬ দুপুর ০১:৫৮
কুয়েত থেকে লিখেছেন : পয়সা গুনাই আপনার কাম। রাখতে চাইলে ঘরের ছাল ঢালরে আবুল গাঁটের মাল।
পিস টিভিটা বন্ধ হোক অশান্তি চায় দেশের লোক। ভালো লাগলো ধন্যবাদ
374380
১১ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৪
তট রেখা লিখেছেন : আজ তক দিন এমনই কাল কি জানিনা।
374384
১১ জুলাই ২০১৬ বিকাল ০৪:৫৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশে আছেন একজন Daughter of Peace
শান্তির বৃক্ষ তিনি, আছেই One piece
374427
১১ জুলাই ২০১৬ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ সব এখন মড়া!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File