পিস টিভিকে বলির পাঠা বানানো দুঃখজনক! আর চ্যানেলটি বন্ধে এতো ত্বরিত সিদ্ধান্তই বা কেন?

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১১ জুলাই, ২০১৬, ১১:৫১:২৫ সকাল



২০১২ সালে মালয়েশিয়া সফরে ‘Universal Brotherhood’ শিরোনামে লেকচারে ডাক্তার জাকির নায়েক স্পষ্ট করেই বলেছেন, হত্যা ইসলাম ধর্মে জঘন্য পাপ, নিহত মুসলমান অথবা অমুসলিম যেই হোক। এতে তিনি কুরআনের সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, “কোনো মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ (করার শাস্তি প্রদান) ছাড়া ( অন্য কোনো কারণে) কেউ যদি কাউকে হত্যা করে, সে যেনো গোটা মানবজাতিকেই হত্যা করলো; যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে, তবে সে যেনো গোটা মানবজাতিকেই বাঁচিয়ে দিলো...... ।

এই বক্তব্যের কোথায় সন্তাসী কর্মকাণ্ডের জন্য উৎসাহ বা উস্কানির বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে?

গুলশান ট্রাজিডিতে ডাক্তার জাকির নায়েককে টেনে আনেন বাংলাদেশের ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’। পত্রিকাটিতে জাকির নায়েককে নিয়ে সংবাদ পরিবেশনের পর দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। জাকির নায়েক নিজেও প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পত্রিকাটির সমালোচনা করেছেন।

এর জবাবে ‘ডেইলি স্টার’ ৯ জুলাই পালটা জবাব দিয়েছে এইভাবে, ‘ডেইলি স্টারের রিপোর্টটি শুধুমাত্র বিষয়গুলোর প্রেজেন্টেইশন ছিল এবং ডেইলি স্টার ও জাকির নায়েকের মাঝে যেকো ধরণের ভুল বুঝাবুঝি হওয়ার জন্য আমরা দুঃখিত’।

পত্রিকাটি আরো বলে, ‘নিরপরাধ মানুষকে হত্যা করতে জাকির নায়েকের লেকচারে সন্ত্রাসীরা অনুপ্রাণিত হয়েছিল, ডেইলি স্টার এমন রিপোর্ট করেনি। ডেইলি রিপোর্ট করেছে, হামলাকারীদের একজন গতবছর ফেসবুকে জাকির নায়েককে উদ্ধৃতি দিয়ে প্রচার করেছেন, জাকির নায়েক সব মুসলিমকে সন্ত্রাসী হতে বলেছেন’।

ডেইলি স্টার রিপোর্টটি করার আগে কেন ফেসবুকের কোট করা অংশটুকুকে যথেষ্ঠ মনে না করে জাকির নায়েকের কিছু ভিডিও দেখে ক্ষতিয়ে দেখলো না আসলেই তিনি এমন কথা বলেছেন কিনা, যেমনটা তারা অভিযুক্ত জঙ্গীর ফেসবুক পাতায় পেয়েছেন? আর যদি বলেও থাকেন, কোন এ্যাঙ্গেলে তিনি এমন কথা বলেছেন?

কিছু দিন আগে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা মামলার বন্যা বইয়ে দিয়েছেন, কারণ, তত্ত্ববধায়ক সরকারের সময়ে পত্রিকাটি নাকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে। আবার এখন তারাই ফেসবুক সোর্স নির্ভর সংবাদকে গুরুত্বের সাথে নিয়ে পিস টিভি এবং জাকির নায়েকের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে!

বাংলাদেশে প্রতিদিন কত শত বড় বড় ঘটনা ঘটছে, একটার নিচে আরেকটা দ্রুতই চাপা পড়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, হয়না তেমন তদন্ত, তদন্ত যদি হয়ও, আলোর মুখ দেখার আগেই বিস্মৃত হয়ে যাচ্ছে, আর সেই দেশেই জাকির নায়েক সম্পর্কে বাতাসে ভেসে আসা বিভ্রান্তিকর অভিযোগ আমলে নিয়ে হুট করেই পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার! এমন সিদ্ধান হতবাক করে ধর্মপ্রাণ মুসলমানদের এবং জন্ম দেয় অগুনতি প্রশ্নের। যে প্রশ্নগুলোর সঠিক জবাব এখন এড়িয়ে গেলেও একদিন না একদিন তো দিতেই হবে।

ডাক্তার জাকির নায়েক ১৫০০’র বেশি পাবলিক লেকচার দিয়েছেন। আমাদের গোয়েন্দারা কি দু’একদিনেই সমস্ত ভিডিও ক্ষতিয়ে দেখেছেন? কিভাবে সম্ভব?

‘Fundamentalism’ এর উপর জাকির নায়েকের একটা লেকচার আমি দেখেছি, যেখানে তিনি বলেছেন, মৌলবাদ মানে কোনো জিনিসের মূলকে আঁকড়ে ধরা। একজন মুসলমান হিসেবে ইসলামের অত্যাবশ্যকীয় বিধিবিধান পূর্নাঙ্গভাবে পালন করা আমার কাজ। এই কাজ করলে কেউ যদি বলে আমি মৌলবাদী, তাহলে আলহামদুলিল্লাহ। আমি তাই।

ইসলামে জিহাদ অপরিহার্য। মুসলমান মাত্রই তা অস্বীকার করার সুযোগ নাই। জিহাদ সম্পর্কিত অসংখ্য আয়াত কুরআনে রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল, সাহাবায়ে কিরাম, তাবে-তাবেঈনরা কেন কিভাবে জিহাদ করেছেন, সে সম্পর্কে পরিস্কার ধারণা রাখতে হবে। জিহাদের ভুল কনচেপ্ট নিয়ে কেউ যদি ভ্রান্ত পন্থায় জিহাদ করে বা করতে চায়, নি:সন্দেহে তা ঘৃণিত কাজ। দোষ ব্যক্তির, ইসলামের নয়।

টুইন টাওয়ারে হামলা পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের সন্তাস বিরুধী বিভিন্ন অভিযানের সমালোচনা করেছেন জাকির নায়েক। এই ধরণের পদক্ষেপকে নাটক বলে অভিহিত করেছেন। শুধু তিনি কেন, পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন অভিযান উদ্দেশ্যমূলক, ধোঁকা। বৃটেনের সাবেক উপ প্রধানমন্ত্রী জন প্রেসকট বলেছেন, ইরাক যুদ্ধকে অবৈধ বলে অভিহিত করেছেন। এভাবেই যুক্তরাষ্ট্রের মুখোশ খুলেছে, খুলবে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন অভিযানের সমালচোনা করেছেন জাকির নায়েক সন্ত্রাসের মদতদাতা এমন ভাবা যাবেনা।

আর জাকির নায়েকতো দাওয়াতী কাজ গোপনে চালাচ্ছেন না, যাতে সন্দেহের অবকাশ থাকতে পারে। উনার সব লেকচারই পাবলিক লেকচার। লুকোচুরির তো কিছু নেই। সবকিছুই স্পস্ট। তবুও স্পষ্ট বিষয়কে অস্পষ্ট করে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তাঁর বিরুদ্ধে টেনে আনা হচ্ছে আলেম ওলামাদেরকে। অথচ তাঁর দেশের দেওবন্দ মাদ্রাসার মুখপাত্র আশরাফ ওসমানী এমন প্রোপাগান্ডার সমালোচনা করে বলেন, ‘মুসলমানদের মাজহাব নিয়ে মতামত সম্পর্কে জাকির নায়েকের বিরুদ্ধে কিছু ফতোয়া দেওয়া হয়েছিল, সেই ফতোয়াগুলোকে ঢাকার গুলশানে আক্রমণের পর জাকির নায়েকের বিরুদ্ধে তোলা সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগের সাথে কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে হাইলাইট করছে’।

পিস টিভি বন্ধের আগে সরকার জাকির নায়েকের লেকচারগুলো ভালো করে দেখবে এবং বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসবে, সবশেষে এটাই প্রত্যাশা।

বিষয়: বিবিধ

১৬৭৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374354
১১ জুলাই ২০১৬ দুপুর ১২:১০
বিবেক নাই লিখেছেন : ডা: জাকির নায়েকের একজন ভক্ত হওয়া সত্বেও মনে হতো তার দাওয়াতের পন্থায় হয়ত কিছু ভুল আছে ।
কেননা দাওয়াতী কাজ করবে অথচ জুলুম নির্যাতনের শিকার হবে না সেটা কিভাবে সম্ভব? ইসলামী আন্দোলনের পথতো কন্টকময়!!কিন্তু আজ দেখতে পাচ্ছি তার দাওয়াত ফলপ্রসূ হয়েছে। কারন পৃথিবীর সকল বাতিল শক্তি এক হয়ে তার পিছনে লেগেছে। যেখানে স্টারজলসা দেখে বাংলার শতশত মেয়ে জামা কেনার জন্য আত্মহত্যা করলো সেখানে স্টারজলসা বন্ধ না করে পিস টিভি বন্ধ করিস??যে সব আলেম স্টারজলসা,স্টারপ্লস, জিবাংলা বন্ধ করার কথা বলেনা ঔ সব আলেমরা কি তহলে ইহুদী নাসারাদের সহযগী আল্লাহ ভাল জানেন।ঔ সব আলেমদের কাযকলাপ দেখলে মনে হয় সূরা বাকারার ঐ আয়াত : আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।[সুরা বাকারা: ৮]
"যারা মুমিনদের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে,তারা কি ওদের কাছে সম্মান আশা করে? না,সকল সম্মানের মালিক আল্লাহ। সূরা নিসা-১৩৯ ডঃ জাকির নায়েকের সম্মান আল্লাহ বাচাবেন।
১৩ জুলাই ২০১৬ সকাল ০৯:৩১
310680
গাজী সালাউদ্দিন লিখেছেন : তিনি নির্যাতনের শিকার না হলেও বিভিন্ন সময়ে ইউরোপ আমেরিকা যাওয়ার সময় বিমান বন্দরে হেনস্থার শিকার হয়েছেন।
বিধর্মীদের সাথে উনার যুদ্ধটা বুদ্ধিবৃত্তিক, মাঠে ময়দানে নয়, তাই এখানে নিপীড়নের ধরনটাও আলাদা।
স্টার জলসা! মানুষের আসক্তি বেকুব করে দেয় আমাকে। কিছু বলার নেই, বাকরুদ্ধ।
আমাদের আলেমরা সৎকাজের আদেশ বা উপদেশ দেন , কিন্তু অসৎ কাজ থেকে বিরত রাখার সাহস করেন না। অর্ধেক মৌলভী। তাই উনাদের ইসলামও অর্ধেক বলেই আমি মনে করি।
আপনার মন্তব্যটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ নেবেন।
374355
১১ জুলাই ২০১৬ দুপুর ১২:১৮
তট রেখা লিখেছেন : আমার মনে হয়না, আপনার এ আহবান দায়িত্বশীল কারো কর্ণকুহরে প্রবেশ করবে। কারণ এখানে প্রচেষ্টা ঈমান বাঁচানো নয়, অন্য কিছু। এক দিকে আবু জেহেল আর অপর দিকে আব্দুল্লাহ ইবনে উবাই।
১১ জুলাই ২০১৬ দুপুর ১২:২৭
310575
বিবেক নাই লিখেছেন : ঠিক বলেছেন
১৩ জুলাই ২০১৬ সকাল ০৯:৫২
310682
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেতো আমিও জানি। তবুও আশায় আশায় এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি।
যথার্থই বলেছেন ব্রাদার।
জাযাকাল্লাহু খাইর
374358
১১ জুলাই ২০১৬ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : এটা করিয়েছে আমাদের ভন্ড ধর্ম ব্যবসায়ীরা । জাকির নায়েক তাদের ধর্ম নিয়ে ব্যবসার মূলে আঘাত করেছিলেন । সাধারণ মানুষ এখন এসব ভন্ডদের ফাঁদে পুনরায় পা না ফেললেই হয় ।
১৩ জুলাই ২০১৬ সকাল ১০:০৯
310683
গাজী সালাউদ্দিন লিখেছেন : জানিনা, তারা করিয়েছে কিনা। তবে তাদের যে এই সিদ্ধান্তে খুবই ভালো লাগবে, তাতে সন্দেহ নেই। এক মাওলানা শুধু পিস টিভি বন্ধের দাবী করেই ক্ষান্ত হননি, এর সমস্ত তথ্য উপাত্ত, রেকর্ড নিয়ে নিতে বলেছেন।
ঠিক বলেছেন।
ধন্যবাদ
১৩ জুলাই ২০১৬ সকাল ১১:৫১
310692
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2016/07/13/344029#.V4XW2NJ96M9

তবুও কি বাংলাদেশে আবারও পিস টিভি চালু হবে ?
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৪৩
310705
গাজী সালাউদ্দিন লিখেছেন : দিগন্ত টিভির ক্ষেত্রে যেমনটা হয়েছে, এমনটাই হতে পারে। এদেশে কোনো কিছু বন্ধ করতে যৌক্তিক কারণ লাগেনা
374363
১১ জুলাই ২০১৬ দুপুর ০২:০৬
কুয়েত থেকে লিখেছেন : বউয়ে মারছে গুতা শাশুড়ি পাইছে ছুতা। ডাঃ জাকির নায়েক দাওয়াতী কাজ করবে অথচ জুলুম নির্যাতনের শিকার হবে না সেটা কিভাবে সম্ভব? ইসলামী আন্দোলনের পথতো কন্টকাকির্ণময়। সকল অবৈধ বাতিল আর কুফরী শক্তি একই ভালো লাগলো অনেক ধন্যবাদ।
১৩ জুলাই ২০১৬ সকাল ১০:২৩
310684
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মন্তব্যটি অনেক ভালো লেগেছে। আসলেও তাই।
ভালোলাহায় খুশি হলাম।
আপনাকেও ধন্যবাদ
374372
১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৭
মুক্ত কন্ঠ লিখেছেন : ওসব জঙ্গিবাদ টঙ্গিবাদ কোন সমস্যা নয়। জাকিরের লেকচার সম্পরকেও তারা অজ্ঞ নয়। মুলতঃ 'ইসলাম' নামটাই তাদের গাত্রদাহের কারণ। সবই কায়েমি স্বার্থবাদিদের ষড়যন্ত্রের অংশ।
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:০৯
310695
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
374373
১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : একমত।
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:০৯
310696
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঘুম! সহমত জ্ঞাপনের জন্য ধন্যবাদ
374374
১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি নিজেই অনুপস্থিত।

বিস্তারীত শেষ পোষ্টে লিখেছি।
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:১০
310697
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
পিটুনি দেওয়া দরকার!
আপনার পোস্ট তাহলে সময় করে দেখতেই হবে।
374390
১১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
শেখের পোলা লিখেছেন : ইসলামের পথ কন্টাকীর্ণ। বিপদ আপদ পার হয়েই ইসলাম অগ্রসর হয়েছে, হচ্ছে এবং হবে। আর আল্লাহ তার দ্বীনকে এগিয়ে নেবেনই যে ভাবেই হোক। তার বিরোধী ওলামারা অপদার্থতা ঢাঁকতে ঈর্ষার আশ্রয় নেবে এটা তাদের স্বভাব। আসুন আমরা আল্লাহর কাছে জাকির নায়েকের কার্যাবলী চালু রাখার জন্য প্রাণ খুলে দোওয়া করি ও প্রকাশ্যে ঐ সব ওলামাদের নিন্দা জানাই।ধন্যবাদ।
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:১২
310698
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিকই বলেছেন। এই কথা মনে ধারণ করে বলেই বিপদ আপদে মুমিনরা অভীষ্ট লক্ষ্য থেকে সরে যায়না।
শুধু ঈর্ষা বলছেন, সরাসরি হিংসা করে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই শেখ
374401
১১ জুলাই ২০১৬ রাত ০৯:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই।

Day Dreaming Day Dreamingমাশাআল্লাহ! অন্নেক সুন্দর যুক্তি দাড় করিয়েছেন। কিন্তু কথায় বলে, চোরে না শোনে ধর্মের কাহিনী। Music Music

ঘটনাগুলো তো একের পর এক পরিকল্পিত, অন্যায্য ও হাস্যস্পদভাবে সাজানো।!! Give Up Give Up Cook Cook

জাকির নায়েকের মত স্বনামধন্য ও বিশ্ববরেণ্য একজন অতুলনীয় দ্বীনি বোদ্ধা আলেম মানুষের জন্য শুধুই দোয়া করি।
Rose Good Luck Rose
এবং সাথে আপনার জন্যও অন্নেক দোয়া।

ঈদ মোবারক। Rose Rose Rose
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৪০
310703
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু আপা।
ক্ষমতা থাকলে তো চোরদেরকে জোর করেই ধর্মের কাহিনী শোনাতাম ।
যথার্থই বলেছেন, পরিকল্পিত জিনিস একটু দ্রুতই হয়ে থাকে।
আপনার দোয়ার সাথে আমিও শামিল হলাম।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
১০
374428
১১ জুলাই ২০১৬ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য কেই তো অত্যাচারি শাসক সবচেয়ে বেশি ভয় পায়।
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৪১
310704
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার সাথে শতভাগ একমত।
ধন্যবাদ ভাই।
১১
374471
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমি জানিনা বাংলাদেশের বড় বড় কওমি হুজুর ও মাজারের খাদেমগন(!) কতজন অমুসলিম কে ইসলামের পরিপূর্ণ দাওয়াত দিয়ে মহান ইসলামে শামিল করতে পেরেছেন। কিন্তু ডাঃ জাকির নায়েকের অনুরোধে ২০১৪ সালে গেম্বিয়াকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষনা করা হয়...
শুধু কি তাই? শত শত অমুসলিম তো প্রতিনিয়ত সঠিক পথের সন্ধান পাচ্ছেই....আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো, কোটি কোটি মুসলিমকে সঠিক পথের সন্ধান দিতে Peace TV এর সম্প্রচার চালু করে দিন....
১৩ জুলাই ২০১৬ দুপুর ০১:৩৪
310706
আবু জান্নাত লিখেছেন : মুহাম্মদ লোকমান ভাই ফেবুতে লিখেছেন: {{{{{{মোদ্দা কথায় তারা ভেবেছিলেন- ইহাও দ্বীনে তাবলীগ, দ্বীনে দেওবন্দ আর দ্বীনে কবরী(কবর পূজারী)র মতো কোন সুবিধাবাদী কর্ম।}}}}} তাবলীগ আর কাওমীদের প্রতি আপনাদের এতই ঘৃণা????????????

১২
374605
১৪ জুলাই ২০১৬ সকাল ১১:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : [img]http://www.desh-bd.net/blog/bloggeruploadedimage/4341216/1468475169.jpg[/img

১৩
374606
১৪ জুলাই ২০১৬ সকাল ১১:৪৭
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:১৪
315940
গাজী সালাউদ্দিন লিখেছেন : :Thinking
১৪
381473
২৫ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পাঠা তো বলির জন্যই-উনি তো বলি ওয়ালাদের হাতে হচ্ছেন বলি?
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:১৪
315939
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File