- একতায় বল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জুলাই, ২০১৬, ০২:০৩:৫৬ দুপুর

লোকাল বাস ছিল আগে

কালো ধোঁয়া ছেড়ে

দোষারোপের রাজনীতি

গেল বাড় বেড়ে।

বাবুল আক্তার আউট হল

গুলশান ইন

বেড়ে গেলো দায়-দেনা

জাতীয় ঋণ।


ধমকে হয় যদি

মিডিয়া চুপ

স্বাধীনতার স্বাদ তবু

পায় বেকুব।

উটপাখী হয়ে যদি

থাকি চোখ বুজে

দেখে নিও দেশটায়

পাবেনা আর খোঁজে।


হাতে হাত রেখে তায়

গড়ি দেশটাকে

দোষারোপের রাজনীতি

ছুড়ে ফেলি তাকে।

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File