টুইটারে সর্বশেষ যা লিখেছিলো হামলাকারী ও নর্থ সাউথের ছাত্র নিবরাস ইসলাম৷
লিখেছেন লিখেছেন নীলসালু ০৪ জুলাই, ২০১৬, ০৪:৩৩:০৮ বিকাল
'আমাকে তোমার আর প্রয়োজন নেই। সুখে থেকো ওর সঙ্গে। সবাই আমার চেয়ে অনেক ভালো।’
‘আমি চিরদিন তোমার অপেক্ষায় থাকবো। যখনই আমাকে তোমার চাই। আমি শুধু একটা ফোন কলের দূরত্বে আছি। কিন্তু, মনে হচ্ছে তুমি আমার স্থানটা অন্য কাউকে দিয়ে ফেলেছো। তোমাকে দ্বিধাগ্রস্ত দেখতে আমি চাই না।’
‘কিন্তু, তোমার কাছ থেকে অন্তত কিছু দিন দূরে থাকাই ভালো হবে। তাহলে তুমি হয়তো বুঝতে পারবে, আসলেই তুমি কি চাও। আমি একটা ফোন কলের দূরত্বে আছি শুধু। কিন্তু আমি আছি।’
এগুলো গুলশানে হামলাকারী এবং নিহত হওয়া সন্ত্রাসী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নিবরাস ইসলামের পোস্ট।
একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনই খারাপ হয়ে জন্ম নেয়না৷ হুট করেই খারাপ পথে চলেও যায় না৷আমাদের সমাজ, সমাজের মানুষ তাকে কোন না কোনো ভাবে খারাপ হতে বাধ্য করে আর অন্ধকার জগতের দিকে ধাক্কা মেরে ফেলে দেয়.....
অনেকেই বলবেন সন্ত্রাসী/জঙ্গির জন্য মায়াকান্না করছি....না....মোটেও তা নয়...
যেই কয়জন হামলাকারী তরুণ ছিলো, তারাও কোন না কোনোভাবে এই সমাজ কর্তৃক অবহেলিত ছিলো....
নিবরাসের কথাই ধরুন....
একেবারেই ক্লিয়ার, সন্ত্রাসের পথে চলে যেতে প্রথমত তাকে কোন বিষয়টি বাধ্য করেছে। কতটুকু হতাশায় পড়ার পর কেউ এমন পোস্ট করতে পারে!!
হ্যাঁ, হয়তো সে কাউকে ভালোবাসতো...খুব ভালোবাসতো।
যে কিনা তার ভালোবাসাকে মূল্যায়ন করেনি। দিনের পর দিন তাকে অবহেলা করেছে। তাকে গোপনে ঠকিয়েছে প্রতিটি মুহূর্তে।
আর তাইতো বন্ধুদের ভাষ্যমতে- প্রিয়, শান্ত, মেধাবী নিবরাস একদিন বড্ড অভিমানে চলে যায় কালো অন্ধকার জগতে।
পরিনতিতে চিরদিনের জন্য হারিয়ে গেল না ফেরার দেশে।
কেউই তো ভাবেনি এই ছেলেটি এমন ধরনের কাজ করতে পারে৷আমাদের সমাজেই তো সে ছোট থেকে বড় হলো৷ ছেলেটির সকল প্রতিভা ফুটবল মাঠেই ঢালার কথা ছিলো, অস্ত্র চালানোর কাজে নয়।
ভালোবাসতে প্রচুর টাকা লাগেনা, লাগে সামান্য একটু আন্তরিকতা। একটু ভালো ব্যাবহার আর তার ভালোলাগাকে প্রাধান্য দিয়ে শুধু তার হয়েই থাকা।
মন থেকে একটু প্রকৃত ভালোবাসা আর অনুপ্রেরণা পেলে একজন মানুষ বিশ্বজয়েরও ক্ষমতা রাখে....!
প্লিইইইজ....
আপনার ভালোবাসার মানুষটিকে অবহেলা করবেন না......(যে-ই হোক)
.......খুব বেশি আঘাত দিবেন না
তার ভালো লাগা মন্দ লাগাকে একটু প্রাধান্য দিন.....
আপনি নতুনত্বপ্রেমী হয়ে থাকলে নতুন কাউকে ভালো লাগতেই পারে, প্রয়োজনে সত্যিটা বলে চলে যান তবুও লুকোচুরি করে তাকে ঠকাবেন না.....
আপনার ভালোবাসার মানুষটিকে চরম অভিমানে হারিয়ে যেতে দিবেন না প্লিজ...
হয়তো আপনার অবহেলায়, কষ্টে, হতাশায়, অভিমানে হারিয়ে গিয়ে কয়েক মাস পর সে-ও নিজেকে ভয়ংকর আত্মঘাতী কিছুতে আবিষ্কার করবে......
আর, তার জন্য দায়ী হবে আপনার ফেইক হাসির একটি ফেইক- "I Love You"
Don't do this.....plzzzzzzz
বিষয়: বিবিধ
৭০৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন