সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ প্রধানমন্ত্রীর মুখের ভাষা, তরুণ সমাজের জন্য ক্ষতিকর৷
লিখেছেন লিখেছেন নীলসালু ২৫ জানুয়ারি, ২০১৭, ০৯:৫৯:৫৯ রাত
একাধিক ডিগ্রিধারী আপা সংসদে দাঁড়িয়ে বললেন, "বিএনপি নেত্রী মাওলানা শফীর তেঁতুল হতে চাইলে আমার কিছুই বলার নেই"
এমন শ্রুতিমধুর বাক্য শুনে জাতি সেদিন অতি দুঃখে নির্বাক হয়েছিলো!
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বেগম জিয়াকে উদ্দেশ্য করে ম্যাডাম বললেন, "নির্বাচন থামাতে বিদেশের কাছে নালিশ করে উনি বালিশ পেয়েছেন"
অতঃপর জাতি আবারও বাকরুদ্ধ হয়েছিলো....!
সাবেক রাষ্ট্রপতি বদরুদোজা সাহেবের সাথে বৈঠক করা প্রসঙ্গে আপা বলেছিলেন, "ছবিতে দেখলাম লাল শাড়ি পরে বদু কাকার সাথে কথা বলছেন। জানিনা, তিনি রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা"
প্রধানমন্ত্রী হয়ে সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য শুনে জাতি লজ্জায় ফ্রিজের ভিতর মাথা ঢুকিয়ে রেখেছিলো!
বেগম জিয়ার জন্ম নিয়ে প্রশ্ন তুলে ম্যাডাম টিভিতে বললেন, "উনার জন্ম শিলিগুড়ির চা বাগানে"
১৯৭১ সালে খালেদা জিয়ার পাকিস্তানি সেনাবাহিনীর আশ্রয়ে থাকায় হাসি ঠাট্টাও করেছেন নিয়মিত।
একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে নিয়ে মজা করায় আমাদের আপুর চেতনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
আমি বলছিনা আপনারাও সেই প্রশ্ন তুলেন যে, "মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রধানমন্ত্রী কত নং সেক্টরে যুদ্ধ করেছিলেন?"
এখানেই আপা থেমে থাকেননি!
বললেন, "উনি (বেগম জিয়া) ডেইলি বোতল খেয়ে ঘুমান"
তাহাজ্জুদ পড়া পরহেজগার আপুর মুখে এমন কথা শুনে কবি সেদিন ৩ বার ফাঁসি দিয়েছিলো!
অতঃপর, এবার আপামনি বললেন, "মেজর জিয়া মেট্রিক পাশ এবং খালেদা জিয়া ফেইল"
একজন সেনাবাহিনীর সদস্যকে নিয়ে ম্যাডামের এমন বক্তব্য সামরিক বাহিনীর মান কতটা ক্ষুন্ন করেছে তা আমি পরিমাপ করতে চাই না.....
কারন, পিলখানা হত্যাকান্ডের পর সামরিক বাহিনীর প্রতি আপুর শ্রদ্ধা কতখানি তা সহজেই অনুমেয়....
তবে কবি খুবই বিস্মিত হয়েছে, বাংলায় ৪ আর ইতিহাসে ৭ নাম্বার পেয়ে ফেল করা ডজন ডজন ডিগ্রীধারী মহা ক্ষমতাধর অতি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষাজ্ঞান এত নিচুমানের হয় কি করে???
এত বড় বড় ড্রিগ্রী নিয়েও যখন আল জাজিরা, CNN এর সাংবাদিকদের সাথে কথা বলতে প্রতি সেন্টেন্সে তিন চারটা করে ভুল হয়, তখন জাতি সন্দেহে পড়ে, "আপা কি সত্যিই পড়াশুনা করেছিলো?"
এই ডিগ্রীর গভীরতা কতখানি!!!
তা হয়তো, মাদার তেরেসা ডিগ্রীর ব্র্যান্ড এম্বাসেডর ড. সামাদ......ডি-লিট/সাউথ সাউথ ডিগ্রীর ব্র্যান্ড এম্বাসেডর ড. হাসান মাহমুদ আর পরিবেশ মন্ত্রীই ভালো বলতে পারবে...
আমি যদি এখন বলি মাদার তেরাসা নামের কোন সংগঠন ছিলো না, সব ভুয়া। টাকা দিয়ে কেনা ডিগ্রী। আপনারা বলবেন আমি খারাপ....
তাই বললাম না.......
তবে ভাবতে কষ্ট হয়, এনিই নাকি 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' এ্যাওয়ার্ড পেয়েছেন!
The language and Attitudes of a prime minister should be gentle, polite, amiable. A prime minister's language can't be a language of a prostitute......!!!
But sorry to say, আমাদের প্রধানমন্ত্রীর মুখের ভাষা শুনলে মনে হয় কোনো নিষিদ্ধ পল্লীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছি।
সিগারেটের বক্সের গায়ে লিখা থাকে- 'ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'
এখন থেকে টিভি ছাড়ার পর disclaimer দেখাতে হবে-
'প্রধানমন্ত্রীর মুখের ভাষা, তরুণ সমাজের জন্য ক্ষতিকর'
বোঝোনাই ব্যাপারটা?
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব মোল্লাদের ওয়াজে মহিলা বিষয়ক কোন কথা আসলে এমনভাবে বলে যা শুনতে ভালগার লাগে ।
কিন্তু ওয়াজের শ্রোতারা এই অংশটাকে খুব উপভোগ করে (ওয়াজ শুনতে আসবার এটাই মূল কারণ) এবং এটাই এসব মোল্লাদের ওয়াজের সিগনেচার মুভ।
আমাদের দেশের শতকরা ১০ ভাগেরও কম লোক শিক্ষিত ।
এই শ্রেনীর লোকেদের ভোট আসলে কোন ডিসাইসিভ ভূমিকা রাখে না যে কোন সাধারন বা স্থানীয় নির্বাচনে।
হাসুবু রাজনীতি করেন খেটে খাওয়া মানুষদের জন্য যারা এসব রসাত্মক কথা শুনতে পছন্দ করে ।
এই টেকনিক হাসুবু ভালই জানেন । আর এই অপশনে খালেদা জিয়া শূণ্য পাবেন ।
এই >৯০% মানুষ যখন দেখে যে হাসুবুর কথার কোন জবাব অপজিশন থেকে আসছে না তখন তারা ধরে নেয় যে হাসুবুই সঠিক।
এসব কথা উনি প্রায়ই বলেন এবং এটা তার ভাষনের একটা সৌন্দর্য্য । সাধারণ মানুষ যদি এসব কথা বলায় তাকে অপছন্দ করতো তাহলে কি উনাকে ক্ষমতায় বসাতো ?
মন্তব্য করতে লগইন করুন