শাহবাগী ইমরানের পেছনে সরকারের মাসে ব্যায় ২,১০,০০০ টাকা!!! (ভিডিও সহ)
লিখেছেন লিখেছেন নীলসালু ০৬ নভেম্বর, ২০১৫, ০১:০৫:০৯ দুপুর
এবার বোমা ফাটালো RAB মহা পরিচালক বেনজির আহমেদ। ইমরান এইচ সরকারের পেছনের সরকারী ব্যায় প্রতি মাসে ২ লক্ষ ১০ হাজার টাকা।
আর টিভি - তে টক শো তে ছিল ইমরান এইচ সরকার আর RAB প্রধান বেনজীর আহমেদ।
ইমরান এইচ সরকার বরাবরের মতই চেষ্টা করছিল সবার সামনে প্রমাণ করার জন্য যে, তিনি আওয়ামী লীগের লোক না। তাই অনেক কটু কথা বলেছিল পুলিশ/RAB নিয়ে। বেনজীর যখন ফ্লোর পান, তখন বাঁশ দেয়া শুরু করে ইমরান কে।
প্রথমেই বলে, এত বছর চাকুরি করে অবসরের আগে আমাকে জ্ঞান নিতে হচ্ছে আপনার কাছ থেকে! কী করেনি পুলিশ আপনার জন্য?
আপনার জন্য যে প্রতিদিন মাইক্রো ভাড়া দিতে হয় ৭০০০ টাকা সেটাতো আমিই ঠিক করে দিয়েছি। আপনি তো আমার কাছে চাননি। আর এখন আমাকে প্রফেশনাল জ্ঞান দিচ্ছেন। ইমরান চুপ।
বেনজীর ২ বার উল্লেখ করেছেন যে, দিনে ৭০০০ টাকা লাগে সেই মাইক্রো ভাড়া।
দেখুন ভিডিওতে-
ভিডিও দেখা না গেলে এখানে ক্লিক করে ভিডিও দেখুন!
যাক, ইমরান যে সরকারী পুলিশ এবং সরকারের সাহায্য নিয়ে এত তাফালিং করে সেটা এখন জনগণ জানলো, আগে থেকে জনগণ জানলেও এখন প্রমাণও পেলো!
বিষয়: বিবিধ
৪৫৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুবিধাবাদিরা তাদের কাঁধে বন্দুক রেখে চিন্হিত মুক্তিযোদ্ধাদেরও রাজাকার বলে গালাগাল দিচ্ছিল এবং শত্রুতা সম্পন্ন মনোভাব নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি বিষোদগার করছিল।
খেয়াল নেই , শাহবাগের রাস্তাকে বাইপাস করিয়ে দেওয়া হয়েছিল । প্রচুর যানজট থাকতো সেখানে । পুলিশ প্রহরা থাকতো ।
পুলিশ কেন তাদের পাহারা দিত , অন্য কারও সমাবেশে তো তারা মাইর পিট শুরু করে ?
কারণ এদের সমাবেশের ফলে সরকার লাভবান হচ্ছিল বিধায় তারা রাষ্ট্রের এই যন্ত্রকে ইমরানদের খেদমতের জন্য নিয়োজিত করেছিল ।
মূলত সে সময়ে সরকারের শেষ বছরে ইমরানদের এই জাগরণের চরম বেনিফিশিয়ারী হয় সরকার । যার ফলশ্রুতিতে আজ বেনজির পুলিশের লোক হতে র্যাবের লোক ।
ইমরানদের জন্য মাসে যে ২০০০০০+ খরচ করেছে বেনজিররা তার কতগুন তারা ফিরে পেয়েছে সেটা কি বেনজিররা কখনও বলবে ?
ভাই ওটা তো শুধু মাইক্রোভাড়ার খরচ, তাহলে অন্য অো কত্ত কিছু তো রয়েই গেল
২১০০০০/-টাকা নিয়ে লাফালাফি দেখে হাসি পায়!!
ওর পিছে মাসিক খরচ ছয় অংকে নয়- সাত অংকে ভাবুন
মন্তব্য করতে লগইন করুন