নাতে রাসূল (সা)...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৫ জানুয়ারি, ২০১৭, ০৭:৪৬:২২ সন্ধ্যা
হে রাসূল, তোমায় ছাড়া আমার কিছু ভাল লাগে না
তুমি আমার ভালবাসা, তুমি সকল সান্ত্বনা। ২
.....
তোমার দেখানো পথে মোরা চলতে চাই
অন্ধকারে কভু যেন পথ না হারাই
তুমি মোদের দেখিয়ে দিলে জান্নাতের ঠিকানা। ঐ
.....
তোমার নামে লাখো দরূদ সালাম ও পাঠাই
সদা যেন তোমারই নাম শুধু জপে যাই
তোমাকে পাওয়ার জন্যে আমার সকল সাধনা। ঐ
.....
স্বপ্নে তুমি দেখা দিও মরণের আগে
সবুজ বাংলার দূর দিগন্তে এই হৃদয়বাগে।
আমার রাসূল শুয়ে আছেন সোনার মদীনা। ঐ
(মানবতার বন্ধু রাসূল-এ-আকরাম সা.কে নিবেদিত না’তটি যে কেউ সুরারোপ করতে পারেন। তবে রচয়িতার নাম অত্যাবশ্যকীয়-ধন্যবাদ)
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন