=-=-=- দাহ -=-=-=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জুন, ২০১৬, ১২:৩১:০১ দুপুর

গতরাতে সালাহউদ্দিন ভাই পোষ্ট করেছিলেন প্রথম লাইন, "রোদ উঠেছে শরীর পুড়ছে।" লিখেছেন পরের লাইনগুলো লিখতে এবং এভাবে একটা ছড়া, পদ্য বা কবিতা হতে পারে। সেই সূত্র ধরে ছড়াটা তাৎক্ষনিক লেখা।

----------------------------------------------

রোদ উঠেছে শরীর পুড়ছে

দম ছুটেছে মাথা ঘুরছে।

ঘাম ঘামছে বেয়ে নামছে

মন থমকে প্রাণ থামছে।

পা টলছে আর বলছে

পথের আগুনে মিছে জ্বলছে।

আমি হাঁটছি তবু হাঁটছি

যন্ত্রনা গুলে আবার চাটছি।

নেই পাশে কেউ নেইতো

দাহন কালের সময় এইতো।

সময় ছুটছে কেবল ছুটছে

কারো পুড়ছে কারো জুটছে।

আমি হাঁটছি আর ভাবছি

আর ঘামছি আর ঘামছি।



বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372919
২৩ জুন ২০১৬ দুপুর ০১:৩৮
ক্রুসেড বিজেতা লিখেছেন : বাহ্- বেশ অনবদ্য কথায় চমত্কার প্রকাশ, মুগ্ধতা অফুরান ...।
২৩ জুন ২০১৬ বিকাল ০৪:০১
309631
বাকপ্রবাস লিখেছেন : খু ব ক রে ধ ন্য বা দ ল ই বে ন
372922
২৩ জুন ২০১৬ দুপুর ০৩:২৬
নাবিক লিখেছেন :
রোদ উঠেছে শরীর পুড়ছে পায়ের ঘাম মাথায় উঠছে, শরীর জ্বলছে পা টলছে টগবগিয়ে মগজ ফুটছে।
Hot আমিও দুইলাইন বানাইলাম Big Grin
২৩ জুন ২০১৬ বিকাল ০৪:০১
309632
বাকপ্রবাস লিখেছেন : অ ন ব দ্য হ ই ছে Applause
372925
২৩ জুন ২০১৬ দুপুর ০৩:৫০
২৩ জুন ২০১৬ বিকাল ০৪:০২
309633
বাকপ্রবাস লিখেছেন : রো জা তো রা খে ন না য় ম নে হ য় হা ক রে আ ছে ন কে ন?
২৩ জুন ২০১৬ রাত ১১:১৯
309658
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File