ঈদে টানা ৯ দিন ছুটি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ জুন, ২০১৬, ০৩:৪৮:২৫ দুপুর
প্রতিবছর প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য দূরদুরান্ত থেকে নাড়ীর টানে শহরের মানুষেরা ঘরে ফেরে। সারা বছর কর্মব্যস্ত থাকার কারনে অনেকেরই বাড়ি ফেরা হয়না। তাই বিভিন্ন উৎসব, পার্বণে শহরের কর্মব্যস্ত মানুষেরা বাড়ি আসার জন্য মুখিয়ে থাকে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার বাঙালি ঐতিহ্য দীর্ঘদিনের। প্রতিবছরের মত এবার তার ব্যাত্যয় ঘটবে না। সরকারের উদার সিদ্ধান্তে এবারের ঈদে টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ফলে পরিবার-পরিজন নিয়ে তৃপ্তি মিটিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন তাঁরা। নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবেকদরের পরদিন ৪ জুলাই সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছেন। তবে ১৬ জুলাই শনিবার অফিস করতে হবে। ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ৩ জুলাই শবেকদরের ছুটি। এর সঙ্গে এখন ৪ জুলাইয়ের ছুটি যোগ হলো। ৫, ৬ ও ৭ জুলাই ঈদের পূর্বনির্ধারিত ছুটি। ৮ ও ৯ জুলাই আবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ৯ দিনের টানা ছুটি।
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন