- ভেজাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুন, ২০১৬, ০৩:৩৩:৩৪ দুপুর
খাচ্ছি ভেজাল ভাবছি ভেজাল
ভেজাল রোধে ভেজাল পণ
বলছি ভেজাল শুনছি ভেজাল
ভেজাল ক্রোধের ভেজাল মন।
মাছ মাংসের বাজার ভেজাল
ভেজাল তরিতরকারি
ভোট গণনায় সিইসি ভেজাল
ভেজল খোদ সরকারই।
রূপে ভেজাল গুণে ভেজাল
ভেজাল প্রেমে বাঁধছে ঘর
ভেজাল তেলে ভেজাল জলে
ভেজাল আপন হচ্ছে পর।
বুদ্ধিজীবির বুদ্ধি ভেজাল
ভেজাল চ্যানেল, টকশো
উন্নয়নের সূচক ভেজাল
ভেজাল দুধের শরও।
ভেজাল ভেজাল সবখানে
বলছি সবাই জনে জন
আসল ভেজাল সবার আগে
বলছিনা কেউ নিজের মন।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমারা ভেজাল
ভেজাল কিন্তু সবজনে
ভেজালটাই আসল যেন
এমন কেন রব জানে!
অনেক সুন্দর হয়েছে ছড়াটি।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন