মোবাইল ফোনে চালু হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধে ব্যবহার উপযোগী অ্যাপস
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ জুন, ২০১৬, ০৩:৪৯:৪২ দুপুর
নারী নির্যাতন প্রতিরোধে মোবাইলে ব্যবহার উপযোগী প্রথম অ্যাপস চালু করছে সরকার। অ্যাপসটি আগামী ৮ আগস্ট মঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম দিনে উদ্বোধন করা হবে। অনেক সময় ঘটনা ঘটার সময় প্রয়োজনীয় সাহায্য চাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধ প্রমাণ করা দুঃসাধ্য হয়ে ওঠে। এসব সমস্যার সমাধানে স্মার্ট ফোনে ব্যবহারযোগ্য ‘জয়: নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি আইসিটি ভিত্তিক টুল’ নামের মোবাইল অ্যাপস করা হয়েছে। যদি কোনো নারী নির্যাতনের শিকার হতে যাচ্ছেন অথবা হয়েছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মোবাইলের অ্যাপস স্পর্শ করতে হবে। মোবাইল অ্যাপসটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মোবাইলের দুইদিকের ক্যামেরা অন হয়ে যাবে। তুলতে থাকেবে ছবি। এরপর তা সংরক্ষণ করে সয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে পরিবারেরর সদস্য, সংশ্লিষ্ট থানা, নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পনাইন সেন্টার (১০৯২১) এবং পুলিশ কন্ট্রোল রুমে। এই অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে আলাপচারিতা সংরক্ষণ করবে। নির্দিষ্ট সময় পরপর ছবিও তুলবে এবং মোবাইলে তা সংরক্ষিত হবে। স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল হেল্পনাইন সেন্টারের সার্ভারে প্রেরিত হবে। নারীর নিরাপত্তা ও অধিকার সম্পর্কিত তথ্য বাংলা ও ইংরেজিতে এই অ্যাপসে দেওয়া থাকবে। নারী পুরুষ সবার ক্ষেত্রেই এই অ্যাপস বিপদ উদ্ধারে কাজে দেবে।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাউকে বেশী মূল্যায়ন করলে এবং অতিরিক্ত সুবিধা দিলে সে সেটার বেনিফিট সবসমসয়ই নিতে চাইবে ।
মন্তব্য করতে লগইন করুন