প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৬, ০৩:০৮:০৩ দুপুর
মুরগীটাযে মাইন্ড করেছে
ডিম পাড়েনা আর
নকল ডিমে বাজার গরম
পাড়ার কি দরকার।
নকল কি আর আসল হয়রে
আসলটাইযে স্বাদ
মুরগী বলে খুব হয়েছে
মিষ্টি কথার ফাঁদ।
অনেক চেষ্টা তদবীর শেষে
ডিমের দেখা পাই
অভিমানের ডিমের সাইজটা
আগের মতো নাই।
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন