কি নামে ডাকবো-পর্বঃ১

লিখেছেন লিখেছেন তরবারী ২০ জুন, ২০১৬, ০৩:০০:৫৫ দুপুর

দিবস=ব্যাবসা

শয়তানের দল মোরাল সব শিক্ষার ধার বাদ দিয়া দিবসের মাঝে অস্তিত্বের টান বেঁধে দিচ্ছে।

আর মানুষ নির্দ্বিধায় তা গিলছে-

বাবাকে প্রশ্ন করে দেখেন তো বাবা কি দিবস পছন্দ করে কি না,না কি সে প্রতিদিন আপনার প্রতীক্ষায় চেয়ে থাকে।

এবার একটা ধাঁধা দেই ?

মা দিবস,বাবা দিবস আরও নানা জাতের দিবস তো আপনারা অন্ধের মত পালন করছেন,এটা পশ্চিমা বিশ্বের ব্যাবসা আর ছিন্নভিন্ন পরিবারের মাঝে একটা ঢং এর জন্য এই ব্যাবস্থা চালু করা।

এখন যদি এরকম করে বাচ্চা দিবস হয় আর বাবা মা বাচ্চাদেরকে রাস্তায় ফেলে বছরে একদিন দেখতে আসে অনেক কার্ড আর খেলনা নিয়ে,গুড়া গুড়া দুধ নিয়ে তাহলে কি হবে?

"জাতে মাতাল,তালে ঠিক"- উত্তর দেন তো !!

শেষ কথা,আমাদের কালচার অনেক উন্নত,আপনি তার চর্চা নিজেও করেন না,অন্যকেও শিখান না,তাহলে জাতী হিসেবে আপনার গর্বের জায়গাটা আসলে কোথায়?

স্বর্ণলতার মত?

বিশ্ব এখন পরিবারের অভাব বোধ করছে হাড়ে হাড়ে,আর আপনি আপনার সাজানো পরিবার ভেঙ্গে দিবসের স্রোতে গা ভাসাচ্ছেন?

কি নামে ডাকবো?বলদ না হিজড়া!!

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372585
২০ জুন ২০১৬ দুপুর ০৩:৩৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর বলেছেন। সহমত।

জাজাকাল্লাহু খাইর।
২১ জুন ২০১৬ বিকাল ০৫:৪৮
309482
তরবারী লিখেছেন : শোকরিয়া
372599
২০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:০১
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা অনুকরণ প্রিয়
২১ জুন ২০১৬ বিকাল ০৫:৪৯
309483
তরবারী লিখেছেন : এটাই বড় প্রবলেম
372625
২০ জুন ২০১৬ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : 'পরের পিঠে বড় মিঠে' কিনা!অধঃপতন এভাবেই একদিন পশ্চিমাদেরও হয়েছিল। ফেরত আসার পথ বন্ধ।
২১ জুন ২০১৬ বিকাল ০৫:৫২
309484
তরবারী লিখেছেন : আর ধ্বংস এখান থেকেই শুরু হয়েছে,আর বসে বসে সেই ধ্বংস দেখতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File