=-=-=- ফলাফেল=-=-=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুন, ২০১৬, ১০:৪২:৩৩ রাত



ফলাফেল সেন্ডু্ইচ আমার খুব পছন্দের। অনেকবার ভেবেছিলাম বানাবো কিন্তু সাহস করতে পারিনি। পরে দেখলাম এটা খুব সহজ। আজ প্রথমবার বানালাম এবং আমি তৃপ্ত। ভালো হয়েছে খেতে। আজকে শুধু ফলাফেল বানালাম যেটা রুটি/খবুজ এর সাথে দিয়ে সেন্ডুইচ বানানো হয়।

এটাকে পেয়াজুর বিকল্প হিসেবে ব্যাবহার করা যেতে পারে।পেয়াজুতে বুটের ডাল ব্যবহার হয় যেটা খাওয়ার পর পেটে গুড়ুর গাড়ুর শব্দ হবার সম্ভবনা থাকে, ফলাফেলে সেটা হবার চান্স নাই। কারন এখানে সাদা চনাবুট ব্যাবহার করা হয়। আসুন দেখে নিই কি কি লাগবে উপকরণগুলো।

Falafel

1 cup soaked chick peas

1/2 cup parsley

1/4 cup corriander

1 medium onion mince

3 garlic pods

3/4 tbsp cumin

Salt to taste

1/2 tsp soda bi carb

Oil for frying

- একা কাপ সাদা চনা ভিজিয়ে রাখুন রাতে যদি সকালে বানাতে চান, সকালে ভিজিয়ে রাখুন যদি ইফতারিতে বানাতে চান।

- আধাকাপ পার্সলে, ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা, একটা মধ্যম সাইজের পেঁয়াজ, তিন/চার কোয়া রসুন, গোটা জিরা এক চা চামচ, লবণ পরিমান মতো, হাপ চা চামচ খাবার সোডা (আমি দিতে ভুুলে গেছি তবুও খেতে মন্দ হয়নি)।

- চনাসহ সবগুলো উপকরন একসাথে ব্ল্যান্ড করে ফেলুন। এখন ফুড প্রসেসর পপুলার, এটা থাকলে ব্ল্যান্ডার লাগেনা এবং কাজগুলো সহজে করা যায়, এবং ফুড প্রসেসর এর কার্য ক্ষমতা ব্ল্যান্ডার এর চাইতে বেশী থাকে।

- হাতে নিয়ে গোল চ্যাপ্টা শেইপ করে ডুবু তেলে ছেড়ে দিন। ব্যাস হয়ে গেল ফলাফিল।









বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372315
১৭ জুন ২০১৬ রাত ১১:৩৩
অনেক পথ বাকি লিখেছেন : জিভে জল আসা রেসিপি
১৮ জুন ২০১৬ রাত ০১:০৮
309094
বাকপ্রবাস লিখেছেন : হুম, সেন্ডুইচটা মজার
372316
১৭ জুন ২০১৬ রাত ১১:৪৩
হককথা লিখেছেন : ওয়াও! আমার প্রিয় খাবার এটি। এর সাথে রয়েছে 'যাতার'। সেটাও এক অনন্য প্রিয় জিনিস আমার। দীর্ঘদিন খেয়েছি ফালাফিল স্যান্ডউইচ। এখানে এই ইংল্যন্ডেও ইদানিং লেবাননী একটা দোকানে পাওয়া যাচ্ছে, ,মাঝে মধ্যেই খাই। তবে কবি প্রবরের বদৌলতে ইনশাআল্লাহ এখন থেকে গিন্নিই বানিয়ে দেবেন, এইমাত্র তিনি কথা দিয়েছেন! Love Struck Love Struck
১৮ জুন ২০১৬ রাত ০১:০৮
309093
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা ধন্যবাদ স্যার
372325
১৮ জুন ২০১৬ রাত ০১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বুটের চাইতে মটর পেট বেশি খারাপ করে!!!
আপনি ভাই ওখানে একখান জিলাপির দোকান খুলেন। শুনলাম জিলাপি নাকি আরব দেশে থেকে আসছে।
১৮ জুন ২০১৬ রাত ০৩:২৮
309101
বাকপ্রবাস লিখেছেন : এটা চনা, সাদাটা
372329
১৮ জুন ২০১৬ রাত ০৩:২৯
বাকপ্রবাস লিখেছেন :
১৮ জুন ২০১৬ দুপুর ০৩:৪০
309165
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাবুলি বুট!!
372331
১৮ জুন ২০১৬ রাত ০৩:৫০
সাদিয়া মুকিম লিখেছেন : ফ্রাইং তেলের অবস্থা খুব শোচনীয় Crying ! এতো ভাজাপোড়া খেলে অতিশীঘ্র এন্ডোস্কপি করতে হবে আপনার পেটের Loser

ভাপে, আধা সিদ্ধ ,সিদ্ধ , ছ্যাকাতেলে ও অনেক কিছু রান্না করা যায় । ওগুলোও ট্রাই করতে পারেন।

Star Angel Good Luck Cook
১৮ জুন ২০১৬ রাত ০৪:২৭
309104
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Tongue Tongue Surprised Surprised
372359
১৮ জুন ২০১৬ সকাল ১১:৩২
আবু জান্নাত লিখেছেন : তেলের উপর কেমন যেন অভক্তি এসে গেছে। তবে অলিভ ওয়েল খেলে সমস্যা নেই। দারুন ফর্মুলা।

১৮ জুন ২০১৬ দুপুর ১২:২৬
309150
বাকপ্রবাস লিখেছেন : এইতো সুন্দর পরামর্শ পেলাম, সিম্পল অথচ মাথায় আসেনি। সুপার ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File