; কৃষ্ণ রাত্রি ;
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জুন, ২০১৬, ১১:১৩:৫৫ রাত
সিপাহীর শিরায় নাহি বহে
উষ্ণ রক্তধারা
ফাগুনের পলাশ রক্তলাল
ঝরছে আগুনঝরা।
;
অসুরের গর্জনে
গর্জে না তলোয়ার
মৃতবিবেক নাহি জাগে
রুদ্ধ দুয়ার।
;
শাসকের নিপীড়ন
অসহ্য বাঁধনহারা
সীমাহীন যাতনায়
আঁখিতে আঁসুর ধারা
;
ঐক্যহীন মুসলিম বন্দী
স্বার্থের খোলসে
বোধোদয় নাহি হবে
মলিত দূর্বা ঘাসে।
;
দ্বীনহীন জাতি
অতি উদাসীন
অসহায়ের তরে নেই
জান কবুল মুজাহিদীন।
;
তাইতো আজি বিজয় গর্বে
উড়ে না নিশান
ভ্রান্ত মানব উল্লাসে মত্ত
পথভ্রষ্ট নবীন, কৃষাণ।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উৎসাহব্যঞ্জক মন্তব্যের আন্তরিক মুবারকবাদ।
আপনার জন্য রইলো দোয়া ও শুভেচ্ছা।
বন্দী
স্বার্থের খোলসে
বোধোদয় নাহি হবে
মলিত দূর্বা ঘাসে।
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
কবিতা তো নয় যেন রণসঙ্গীত। মা-শা আল্লাহ হাতের ঝশ আছে বলত হব।
আপনার সরব উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক প্রেরণা আনন্দিত করলো অনেক।
আপনার এ অমূল্য মন্তব্য আমার লিখার জগতে প্রেরণার উৎস এবং পাথেয় হয়ে রবে ইনশাআল্লাহ্।
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার তেজজক্রীয় আলোতে ঘুম থেকে
জেগে দেখি আমি ঘুর অন্ধকারে
মানুষতু দেখিনা আমি অমন আধারে
দাবীদার মানুষ দেখি সব পশু জন্তু রুপে
আপনার অসাধারণ সুন্দর মন্তব্যটি মুগ্ধ করলো।
আপনার সরব মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
বরাবরের ন্যায় আপনার সরব উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক প্রেরণা আনন্দিত করলো অনেক।
আপনার অসাধারণ সুন্দর মন্তব্যটি জন্য জাজাকাল্লাহু খাইর।
রমাদ্বান কোরান নাযিলের মাস, এই মাসে কোরান আমরা অন্যান্য সময়ের তুলনায় একটু বেশী তিলাওয়াত করি। কোরানেই এসেছে বেশী বেশী চিন্তা ভাবনা করতে। আল্লাহ আমাদের অন্তরকে খুলে দিন , ঘুম থেকে, গাফিলতি থেকে, অলসতা থেকে জাগিয়ে তুলুন ।
জাযাকিল্লাহ আপু
বিবেককে নাড়া দেয়ার মত একটি মন্তব্য মাশাআল্লাহ।
তোমার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
দোয়া ও শুভেচ্ছা নিরন্তর।
আস্ সালামু আলাইকুম।
সুন্দর উপল্ব্ধি,জাযাকাল্লাহ।
আপনার মূল্যবান সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক বিরাট কবিতা তালগোল পাকিয়ে এটুকুই মনে আছে। আসলে কি বলব আমি নিজেই তো নিজের দিক তাকিয়ে দেখি আমি দুনিয়াপ্রেমী। কাল যখন মৃত্যুর কাছাকাছি পৌছে গিয়েছিলাম তখন বারবার ভাবছিলাম আমার কোন ভাল আমল আছে কিনা যেটা দিয়ে কবরে পার পাব? দেখলাম কিছুই নেই। তাই মনে হয় আল্লাহ একটা সুযোগ দিলেন
তোমার মন্তব্যটুকু মনে যেন শক্তি এনে দিল। অনেক সুন্দর কথাগুলো মাশাআল্লাহ।
প্রেরণাপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন