- যখন তখন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ জুন, ২০১৬, ০২:১৮:২০ দুপুর
যখন আমার ভাললাগেনা
কাজেকামে তাললাগেনা
খেলে মরিচ ঝাললাগেনা
জিরো শীতে শাললাগেনা।
কইতে কথা মন টানেনা
শুনতে গেলে কান মানেনা
মনটা কোথায় মন জানেনা
ছড়ায় ছন্দে ধান ভানেনা।
চোখের মাঝে ঘুম থাকেনা
ভাবছি যাকে ঠিক তাকে না
ছড়া আমায় আর ডাকেনা
তখন কথা মন রাখেনা।
বিষয়: বিবিধ
৮৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জটিল শব্দের আনাগোনা। ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন