যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায়
লিখেছেন লিখেছেন মাঈনউদ্দিন মিয়াজী ০৮ জুন, ২০১৬, ০৩:১৯:৩২ দুপুর
জেনে নিন, যেসব কারণে রোজা নষ্ট হয়ে যায় !
১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২. স্ত্রী সহবাস করলে ।
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মূল্যবান লিখাটি পড়ে আবারো জানা হল রোযা ভঙ্গের বিভিন্ন কারনসমূহ মাশাআল্লাহ।
সুন্দর প্রচেষ্টার জন্য জাজাকাল্লাহু খাইর।
প্রচন্ড মাথা ব্যথায় এমন পরিস্থিতির উদয় হল যে রোজা ভাঙতে হবে , কিন্তু মন সায় দিচ্ছে না ।
এক্ষেত্রে বাম/সাপোজিটরি ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে ?
মন্তব্য করতে লগইন করুন