- এই শহরে বৃষ্টি হলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মে, ২০১৬, ১২:০৯:৩১ দুপুর
রোদে পুড়ে মরছি যখন
ভাবছি বৃষ্টি দাও
বৃষ্টি এলো স্বস্তি এলো
মরছি আবার তাও।
পথেঘাটে জমছে পানি
চলাচলে নাও
মাঝিভাই চল যাই
ভাড়া কতো চাও?
হাঁকলো মাঝি প্লেনের ভাড়া
বলছিনা ভাই ফাও
কেমন মজা বৃষ্টি হলে
একটু দেখে যাও।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন