ছোটবেলার সূরো তারাবীহ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ মে, ২০১৬, ১১:৫৮:২২ সকাল
ছোটবেলায় যখন স্কুলে পড়তাম,সেসময় বিটিভিতে প্রতি সপ্তাহে একটি নাটক হত। আর সে নাটক দেখতে সারা দেশের মানুষ অপেক্ষা করত। নাটকগুলো বেশ সুন্দর লাগত,আর পরের কয়েকদিন আমরা সেসব নাটকের কাহিনী আলোচনা করতাম।
রমজানে আমরা মসজিদে তারাবিহ পড়তে যেতাম। তবে নামাজে দাড়িয়ে একে অপরের পীঠে ধুমধাম ঘুষি মারতাম আর খিক খিক করে হাসতাম। কখনও কখনও কাওকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। আরও অনেক কাহিনী করতাম। তবে আমি ২০ রাকাত সারা রমজানে ৩/৪ দিনের বেশী পড়তাম না। বেশীরভাগ রাতেই ৮/১০ রাকাত পড়েই ভাগতাম। আর নাটকের রাতে আমি,ভাই,সাবু,ইদু,মাসু,আমাদের গৃহ-শিক্ষক,বাড়ির পাশের গৃহশিক্ষকসহ আমাদের বৈঠকখানায় নিজেরা জামাত করতাম। কারন মসজিদের তারাবিহ পড়ানোর ২ হুজুর রকেট গতিতে কুরআন পড়েও রাত সাড়ে ৯টার আগে শেষ করতে পারত না। আর নাটক শুরু হত ঠিক রাত ৯টায়। অতএব নিজেরা ছোটছোট সূরা দিয়ে ২০ রাকাত পড়তাম। জামাতে আমি ১০ রাকাত ইমামতি করতাম,আর আরেকগন গৃহ শিক্ষক পড়াত ১০ রাকাত। আমার সময় আসলে ভাই বলত--"ঈমাম জওয়ান না হলে নামাজ পড়ে মজা আছে !! " একথার অর্থ হল আমার গতি বেশী ছিলো,অতএব তাড়াতাড়ি শেষ করতাম, সকলেই খুশী থাকত। কারন নাটক মিস করার কোনো ইচ্ছা কারো ছিলো না।
তবে আরেকটা সত্য বিষয় হল আমরা সকলেই নামাজের গুরুত্বও বুঝতাম। ফাকিবাজি ছিলো,কিন্তু আল্লাহর ভয় মনের ভেতর কাজ করত। আমি একটু বেশী শয়তান ছিলাম,অন্যদের আমল আমার থেকে ভালো ছিলো। আল্লাহ ক্ষমাশীল। আমাদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা তখন আজকের মত ছিলোনা। হুজুররাও সমাজে এমন কোনো ভালো মেসেজ দিতে পারেনি যাতে আমরা ইসলাম সুন্দরভাবে উপলব্ধী করতে পারি।....আল্লাহ সেসব আমলকেও ভালো আমল হিসেবে কবুল করুক এবং ক্ষমা করে দিক। তিনি ইচ্ছা করলে একটু ইবাদতই ক্ষমা পাওয়ার জন্যে যথেষ্ঠ।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্বুরআন দ্রুত না পড়তে আল্লাহ তায়ালা বলেছেন । কিন্তু আমাদের মহল্লার মাসজিদগুলোতে এরকম একটা প্রতিযোগিতা সব বছরেই চলে আসছে । মাসজিদে মাসজিদে খতম তারাবী পড়ার চেয়ে এই রমজান মাসে প্রত্যেকেই যাতে বাড়িতে ক্বুরআন তেলাওয়াৎ চালিয়ে যায় সেটা করলে সমাজে এর ভাল প্রভাব পড়ার কথা ।
(আমারও)অপরাধী মনটাকে আরো অপরাধী না করে আপনার স্পেসালটি লেখা -খাবার দাবার আর ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে আরেকটা লেখা লিখে মন ভালো করবার দায়িত্ব এখন আপনার কাধেই কিন্তু বর্তালো|
মন্তব্য করতে লগইন করুন