- কান সমাচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মে, ২০১৬, ০৪:১৭:১১ বিকাল
কানটা কেবল শুনার নয়
টানারও বটে
নিজের কান টানে স্বামী
স্ত্রী যখ চটে।
ছাত্রের কান টানে টিচার
পড়ায় যখন ভুল
বোন টানে ভাইয়ের কান
মারে যখন গুল।
গাধার কান খাড়া থাকে
টানতে নেই মানা
ঘোড়া দৌড়ে চিতার বেগে
খেলে কান টানা।
কান ফোড়ালে ব্যাথা লাগে
দুলটা যখন দোলে
কান দেখাতে নিত্য নতুন
হ্যায়ার কাট চুলে।
বলুন আবার বলতে থাকুন
শুনতে পেলে কম
কানে ঢুকে খলখলিয়ে
বেরোয় জেরী-টম।
জনগণ বলছে কতো
শুনছেনা আর সরকার
হা বললে না শুনে
চিকিৎসা তায় দরকার।
কানটা আমার ভালোয় ছিল
শুনছি ইদানিং
কোথায় যেন হরহামেশা
চলছে ক্রিংক্রিং।
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন