পণ্যের মজুদ পর্যাপ্ত, দাম ‘বাড়বে না’ রোজায়

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ মে, ২০১৬, ০৪:৪২:৪০ বিকাল

রমজানে যে পরিমাণ পণ্যের মজুদ থাকতে হয় তা সরকারের হাতে রয়েছে এবং বাজার সরকারের নিয়ন্ত্রনে থাকবে।বাজার নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রনালয় । যাতে বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে এমন কোনো সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিকদের অনুরুধ করা হয়েছে । রোজায় সরকারের পক্ষ থেকে সারা দেশে ১৭৪টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সুমতি সবচাইতে বেশি প্রয়োজন । রোজা সামনে রেখে ছোলার দাম বাড়ে প্রতি বৎসর। তবে পণ্যটির এবার পর্যাপ্ত মজুদ রয়েছে ছোলার চাহিদা ৬০ হাজার মেট্রিক টন। কিন্ত ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন মজুদ আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। চিনির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম একটু বেশি, তাই এখানে দাম একটু উঠানামা করছে বলে জানানো হয় ।বছরে ভোজ্য তেলের চাহিদা ১৫ লাখ টন, সেখানে এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ১৮ লাখ ২৫ হাজার টন। গত বছরের রয়ে যাওয়া মিলিয়ে এখন চিনি আছে ২২ লাখ টনের মতো, যেখানে ১৪ থেকে ১৫ লাখ টন চিনির চাহিদা রয়েছে বলে জানানো হয়।মসুর ডালের চাহিদা ৩ লাখ ৭৫ হাজার টন, সেখানে দেশে উৎপাদিত হয়েছে ২ লাখ ৬০ হাজার টন। আর আমদানি করা হয়েছে ২ লাখ টন।“ছোলার চাহিদা ৬০ হাজার টন, আমাদের উৎপাদিত হয় ৭ হাজার টনের মতো। গত অর্থ বছরে ৩ লাখ ৫৫ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। এ বছর ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন প্রবেশ করেছে। বিপুল পরিমাণ বাড়তি মজুদ রয়েছে।

বিষয়: বিবিধ

৮২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369508
১৮ মে ২০১৬ রাত ০৮:২৩
হতভাগা লিখেছেন : এবার রোজায় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে কমে যাবে । প্রায় শায়েস্তা খানের আমলের মত হবে । ১ টাকায় ৪ মণ চাল পাওয়া যাবে ।
369552
১৯ মে ২০১৬ সকাল ০৬:৫৫
আনিসুর রহমান লিখেছেন : ক্ষমতা থাকলে সহজেই হত্যা, খুন, গুম সহ এই ধরনের কাজ নিঃশ্চিন্ত মনে করা যায় কিন্ত বাজার নিয়ন্ত্রন করা যায় না। বাজার নিয়ন্ত্রনের মুল চাবি হল, ন্যায় বিচার ও সৎলোক বা সৎ ব্যাবসায়ি। অর্থবিদ্যা এই বিষয়গুল নিয়ে আলাপ করে না কেননা তারা জানে এই দুইটির অনউপস্থিতিতে কোন সুত্র কাজ করবে না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মালের মজুদ বা উন্নত সরবরাহ(+চাদাবাজী) ব্যাবস্থা মুল্য নিয়ন্ত্রনের ক্ষেত্রে কোন কাজে আসবে। রোজা আসলেই আমরা তা দেখতে পাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File