- মহাজনের দয়ার সাগর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মে, ২০১৬, ০৩:৪২:৩১ দুপুর
আমরাতো ভাই ভাড়া থাকি
মহাজনের ভিটেমাটি
খাজনাবিনে থাকতে দিছে
সালাম বাবু দিতে থাকি।
মহাজনের পাশের বাড়ি
খবর রাখে আমার হাড়ি
কলকাঠি যদি নাড়ি
যেতে হবে ভিটা ছাড়ি।
মহাজনের পোষা কুকুর
ঘুরে বেড়ায় রাত দুপুর
এদিক সেদিক হলে কিছু
শিকলে বাঁধে পায়ের নুপুর।
ভিটা ছিল বাপদাদার
সেই সূত্রে এখন আমার
মহাজনে দখল নিছে
ভিটাবাড়ী ক্ষেত খামার।
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন