প্রসঙ্গ ফেসবুক
লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৬ মে, ২০১৬, ০৪:২৫:৩৮ বিকাল
ফেসবুকে আমার একটা পিচ্চি বন্ধু আছে অনেক দিন থেকে তার সাথে চেট করি বেশী ভাগ সময় ওকে সাজেশন দেই পড়াশুনার ব্যপারে ও এবার এস.এস.সি পাস করেছে সম্ববত খারাপ করেছে বিজ্ঞান বিভাগ থেকে পয়েন্ট আমাকে বলে নাই। ও আমাকে আপু বলে ডাকে। আমিও ওকে ছোট ভাই বলে সম্মধোন করি। ও আমাকে দেখে নাই বা আমার কোন ছবি দেখে নাই। ওর খুব ইচ্ছা আমার ছবি দেখবে। পাঠাই দিলাম আমার একটা পিক। আমি কিন্তু দেখতে মোটেও খারাপ না। ঢাকায় থাকি স্মার্ট। ও আমার ছবি দেখে খুব সংকোচ করে আমাকে বললো আপনাকে একটা কথা বলতে চাই । আমি বললাম বল এত সংকোচের কিছু নাই। ও আমাকে বলে আপনি আমার মা-বাবার থেকেও বড় আপনাকে আমি আপু ডাকবোনা আপনাকে কি বলে ডাকবো সেটা আপনিই বলে দেন। আমার ব্লগের বন্ধুরা তোমরাই বল ওকে আমি কি বলবো।
আমি কিন্তু হজম করার পাত্র না। ওকে আমি বলেছি আসল ব্যপার হল সম্পর্ক এখানে সম্মোধন কোন ব্যপার না। তা ছাড়া মানুষতো মনে মনে কত কিছুই না ভাবে। ওরকম আমাকে কিছু ভেবে নাও। তবে সেটা আমাকে জানাবা না। এর পর থেকে ওকে আর ফেসবুকে পাচ্ছিনা। হা! হা! হা! অথচ ও কিন্তু সারাদিনই ফেসবুকে থাকে। যার কারন হল ওর রেজাল্ট। ও কিন্তু আমাকে আনফ্রেন্ডও করে নাই।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ওকে জা......ন বলে ডাকবা
মন্তব্য করতে লগইন করুন