জেনে রাখা ভাল
লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৮ এপ্রিল, ২০১৬, ০৩:৪২:১১ দুপুর
ব্লগে কেউ যদি সাহায্য চায় তাকে সাহায্য করা উচিৎ কারন সবাইতো আমার বন্ধু। আর যদি সাহায্য করতে না পার তাহলে আজে বাজে কথা বলে তার মন টাকে খারাপ করে দিও না। তোমরা নিজেরাতো লেখই না উল্টো আমাদেরকে নিরুৎসাহিত কর। গত কাল আমি বাবলী ভাবীকে কি ভাবে সাহায্য করা যায় তার জন্য ব্লগে তার ব্যক্তিগত কাহিনী তুলে ধরে ছিলাম। তোমরা খুব বাজে মন্তব্য করছো খুবই দু:খ পেলাম।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারী নির্যাতনের খবরে ঢাকা ভার্সিটির একজন আপু স্টাটাস দিয়েছিলেন, আমি চাইনা আমার কোন ছেলে সন্তান হোক- কেননা ঐটা তো বড় হয়ে রেপিস্টই হবে। পুরুষ মানুষ মানেই ঐ চরিত্রের অধিকারী।
উনার স্টাটাসের নীচে কমেন্ট করার ইচ্ছা ছিল: ছেলে সন্তান চাননা কারণ ছেলে মানেই রেপিস্ট তাই ঐটা রেপিস্টই হবে অথচ পুরুষ মানুষকে বিয়ে করতে চান, তারই সন্তানের মা হতে চান-কেমন হয়ে গেলনা? (সম্ভবত উনার বয়ফ্রেন্ড মাইন্ড করবে বলে এই স্টাটাস)
আবার এই ভদ্রলোক মেয়ে মানুষ মোট কথা সহ্যই করতে পারেননা, তিনি ঘুরিয়ে ফীরিয়ে মেয়ে মানুষ খারাপ এটাই বলবেন। খারাপ=মেয়ে, মেয়ে=খারাপ। এক্ষেত্র মুমিন নন মুমিন সব সমান উনার দৃষ্টিতে অথচ ভদ্রলোক দিব্বি বউ নিয়ে সংসার করছেন। সত্যি আজব এরা।
মন্তব্য করতে লগইন করুন