Please help me
লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৫ মার্চ, ২০১৬, ০৪:০৪:৫২ বিকাল
আমার ১৪ বছরের ছেলে আমার নোকিয়া আশা ফোনটি নিয়ে হেড ফোন দিয়ে গান শুনছিল। আমার বাসার কাজের মেয়ে আমাকে ইশারায় বললো ও ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি পিছন থেকে এসে দেখলাম ও স্পিকারটা ছেড়ে দিল। আমি সাথে সাথে বললাম মোবাইলের লাইন কাটবা না। ও সাথে সাথে মোবাইলে ক্যানসেল বাটনে চাপ দিল। আমি হাত থেকে মোবাইটি নিয়ে দেখলাম মোবাইলের ইনকামিং কল এবং আউট গোইং কলে নতুন কোন নাম্বার নেই। এটা কি ভাবে সম্ভব তোমরা যদি যান তাহলে আমাকে একটু জানাও প্লিইজ। এটাতে আমার ছেলে খুব মাইন্ড করেছে। ও বারে বারে বলছে আমি কাউকে কল দেই নেই। আমি গান শুনছিলাম কথা হল ও লাইন কেন কাটবে।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আপনি মারাত্মক অপরাধ করেছেন ছেলের ওজর গ্রহন না করা ও সন্দেহ প্রকাশ করাতে!
আল্লাহতায়ালা ক্ষমা করুন!!
তার মনের এ ক্ষত হয়তো শুকাবে, কিন্তু দাগটা মুছবেনা কখনো!!
বাবা-মায়ের বেঠিক আচরণ/শাসনের কারণেও সন্তানদের বিপথগামিতা বেড়ে যায়!!
মন্তব্য করতে লগইন করুন