মায়ের নি:স্বার্থ ভালবাসা ছাড়া একটি শিশু যেভাবে বড় হয়

লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৪ মার্চ, ২০১৬, ১২:৪০:১৯ দুপুর

মা কথাটি সত্যিই খুব মধুর যার মা নেই সেই বুঝবে মা না থাকার ব্যথা। সেই শিশুটি একদিন লেখাড়পা করে ঢাকা ভার্সিটিতে মেনেজমেন্ট এ ভর্তী হয়ে ভালভাবে পাশ করে একটি সরকারি ব্যান্কে চাকুরী করে। সে যখন বিয়ে করে তখন তার শ্বাশুড়ি কে বলে আমার মা নেই আপনি আমার মা। শ্বাশুড়িতো অবশ্যই তার মা। কিন্তু এই মা কি তার জন্মদাতা মায়ের মত কি হবে এবং সেটা আশা করাই কি ঠিক। নিশ্চয়ই ঠিক না। এ ধরনের মানুষ অনেক কঠিন হয় তার মনে কোন ভালবাসা জন্ম তৈরী হয় না। কারও জন্য কোন সিমপ্যাথি তার নাই। আল্লাহ কে ভয় করে না। আল্লার প্রতি তার অভিযোগের শেষ নেই। তার ১টাই কথা ছোট বেলায় আমার মা মরে গেল কেন। সে যখন বৌএর কাছে যায় তখন তার মনে হয় এটাই হয়তো মায়ের আদর মায়ের ভালবাসা হয়তো এমনি হয়। তার কাছ থেকে অনেক কিছুই আশা করে। কারন ছোটবেলা থেকে সে মায়ের আদর পায় নি। আর সে যখন বাচ্চার বাবা হয় সে তখন বাচ্চার দিকে চেয়ে বলে আমাদের বাচ্চাটা কত লাকী সে এক সংগে বাবা মার কাছে বড় হচ্ছে।

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362417
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:০৫
কুয়েত থেকে লিখেছেন : চোট্ট লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে। মা তো মা পৃথিবীর শ্রেষ্ট সম্পদ এই মা।
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
300364
গাজী সালাউদ্দিন লিখেছেন : ফুরফুরি লিখেছেন : আপনি কষ্ট করে ধৈয্য ধরে পড়েছেন আপনাকেও ধন্যবাদ।
362418
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:২০
ফুরফুরি লিখেছেন : আপনি কষ্ট করে ধৈয্য ধরে পড়েছেন আপনাকেও ধন্যবাদ।
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
300365
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যকারী আপনার জবাবটি পান নি।
362440
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
362449
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : মায়ের মত সবচাইতে কাছের মানুষটি হারিয়ে গেলেও আল্লাহ্‌র বিরুদ্ধাচারী হওয়া যাবেনা কিন্তু!
362485
১৪ মার্চ ২০১৬ রাত ১১:১৭
আফরা লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : মায়ের মত সবচাইতে কাছের মানুষটি হারিয়ে গেলেও আল্লাহ্‌র বিরুদ্ধাচারী হওয়া যাবেনা কিন্তু!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File