- জানমালের হিসেব নিকেষ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মার্চ, ২০১৬, ১২:৪৫:৩০ দুপুর
মালের উপর যাচ্ছে যাক
প্রাণটা চাই তার আগে
রিজার্ভ ব্যাংক ফুটো হোক
চাইনা হিসেব কার ভাগে।
শেয়ার বাজার লুটবি লুট
ফোঁসবেনা কেউ আর দ্রোহে
চাইনা তবু শহীদ সেনা
বিডিআর বিদ্রোহে।
ঋণ খেলাপি হচ্ছে হোক
নাম কিংবা বেনামে
হোকনা পাচার সেই টাকা
জানতে চাইনা কোন কামে।
মালের উপর যাচ্ছে যাক
রাখবেনা কেউ তার প্রমাণ
চাইনা হিসেব সাগর রুণির
উপদেষ্টা হোক সোবহান।
তবুও যদি শান্তি আসে
মনে দিলে তোর প্রাণে
কেমন করে মিলবে হিসেব
এই বাংলা ঠিক জানে।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাখবেনা কেউ তার প্রমাণ ভালো লাগলো
আমি কিন্তু হাঙ্গামাকে সেই রকম ডরাই
মন্তব্য করতে লগইন করুন