জ্যামে ভরা ঢাকা শহর

লিখেছেন লিখেছেন ফুরফুরি ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৩১:৪২ বিকাল

ঢাকায় এত জ্যাম হয় কেন? কেন এত লোক সংখ্য বারে কি আছে এই শহরে যা অন্য কোন জেলায় নেই। আমি তো দেখি শুধু মানুষ আর প্রাইভেট গাড়ী। এত বড় ১টা গাড়ী মানুষ মোটে ২ জন। এই দুই জন লোকের জন্য কেন এত বড় ১টা গাড়ি রাস্তায় বের করে। তোমরা আমাদেরকে হাটঁতে দাও।

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360814
২৯ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি চলে যাচ্ছেন না কেন গ্রামে, সেখানে খুব আয়েশ করে হাটঁতে পারবেন। আমরা সবাই প্রশ্ন করি, কেন মানুষ ঢাকায় আসে, আমি যে মায়ায় পড়ে আসি, সবাই সেই কারণেই আসে, বুঝলেন কিছু দাদা?
360831
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : কপাল এখনও ভাল বলতে হবে, কারণ এক গাড়িতে আর কদিন পরে একজনই যাবে৷ তখন গাড়ি আরও বাড়বে৷ আর ঢাকায় আমাদের মহারণী থাকেন কিনা তাই তার দর্শণ ও করুনা পাওয়ার আশায় সবাই ঢাকায় আসে৷ধন্যবাদ৷
360862
০১ মার্চ ২০১৬ রাত ১২:০১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তারাই তো আমাদের সব।
360890
০১ মার্চ ২০১৬ সকাল ১১:৩২
হতভাগা লিখেছেন : সবকিছুর ফ্যাসিলিটি ঢাকায় করে রাখা আছে বিধায় বাধ্য হয়ে মানুষ এখানে আসে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File