- ভ্রম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মে, ২০১৬, ০৭:২৩:৪২ সন্ধ্যা
জলে ভিজি রোদে পুড়ি নির্ঘূম রাত
নিয়তিরই সাথে রোজ চলে সংঘাত।
কতো ফুল গেছে ঝরে কতো ভুল আর
অভিমান চেপে রেখে হৃদয় তোলপাড়।
আশা আর হতাশার মৃদু দোলাচল
স্বপ্নের পরী এসে করে ঘোলাজল।
নিদারুণ নেশা এক টানে বারেবার
শুণ্যতা ছাড়া আর কি আছে আমার।
নেশাটাও কেটে যায় থেকে যায় ঘোর
সেখানে আমি ছাড়া কে আছে তোর।
...................................................................।
জ/লে/ ভি/জি/ রো/দে/ পু/ড়ি/ নির/ঘুম/ রাত/ = ১১
নি/অ/তির/ই/ সা/থে/ রোজ/ চ/লে/ সং/ঘাত/ = ১১
ক/তো/ ফুল/ গে/ছে/ ঝ/রে/ ক/তো/ ভুল/ আর/ = ১১
অ/ভি/মান/ চে/পে/ রে/খে/ হৃ/দয়/ তোল/পাড়/ = ১১
আ/শা/ আর/ হ/তা/শার/ মৃ/দু/ দো/লা/চল/ = ১১
স্বপ/নের/ প/রী/ এ/সে/ ক/রে/ ঘো/লা/জল/=১১
নি/দা/রুণ/ নে/শা/ এক /টা/নে/ বা/রে/বার/= ১১
শুণ/অ/তা/ ছা/ড়া/ আর/ কি/ আ/ছে/ আ/মার/=১১
নে/শা/টা/ও/ কে/টে/ যায়/ থে/কে/ যায়/ ঘোর/=১১
সে/খা/নে/ আ/মি/ ছা/ড়া/ কে/ আ/ছে/ তোর/=১১
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখা ভালো লেগেছে। শুভেচ্ছা জানবেন।
মন্তব্য করতে লগইন করুন