নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল চারজনের ,সিইসির ভাষায় এরপরেও সুষ্টু নির্বাচন হয়েছে ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ মে, ২০১৬, ০৭:৩৫:৩৯ সন্ধ্যা

সংঘর্ষ,ভোট বর্জন,কেন্দ্র দখল ও হতাহতের মধ্যদিয়ে ইউপি নির্বাচনের চতুর্থ ধাপ সম্পন্ন ।হোলেও আমাদের জাতীয় মিডিয়ায় প্রচারীত হচ্ছে সুষ্টভোটের বাতাস !!!
নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল , আহত হলো বাড়ীঘর তছনছ হলো তারপরেও,সিইসির ভাষায় সুষ্টু নির্বাচন হয়েছে ।
৪ জনের প্রান গেলেও নিলর্জ সিইসি ইতিহাসের কলংকজনক অধ্যায়ের প্রবর্তক ভদ্রতার ভাব সুলভ আচরনে বলতেছে ডাহা মিথ্যা কথা।
জনমনে আতংক নিয়ে দেশের অনেক এলাকার ভোটাররা কেন্দ্রে অনুপস্থিত ছিলো তারপরেও নিজেরা নিজেরা ( কুত্তায় কুত্তায় হাড্ডি নিয়ে কামড়া কামড়ী) অস্রসহ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত ছিল হায়েনা লীগরা !!
কি নিলর্জ মিথ্যাচার এটা !
এই সিইসির দায়িত্ব পরবর্তিতে দেশে থাকার মতো মন দিল নাই ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের মতো।
লেখার মতো কোন কথা নাই শুধু আফসুস আর হতাশা ছাড়া। তারপরেও অন্ধকারের পরে আলোর দেখা মিলে এটা বিশ্বাস করি।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন