- একি বাবা শংকর!!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মে, ২০১৬, ০২:২৬:০৫ দুপুর



একি বাবা শংকর

জুতো জোড়া রংকর।

লাগে যদি ময়লা

ঘষে দে কয়লা।

যেমনই তোর ছিরি

লাগে বিচ্ছিরি।

দেখি দেখি ধরধর

জুতো জোড়া মুখে ধর।

ঘষে ঘসে ময়লা

তুলে নে পয়লা।

-------------------------------------------------------------

হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ভারতের বেসামরিক প্রশাসনের এক কর্মকর্তা। আর খবর নিতে গিয়েও নিজের কর্তাগিরিটাও ঠিকই বজায় রেখেছেন দেশটির প্রশাসন বিভাগ ইন্ডিয়ান অ্যাডমিনেস্ট্রিটিভ সার্ভিসের (আইএএস) কর্তা ড. জগদিশ শঙ্কর। হাসপাতালে রোগীদের খাটে একখানা পা তুলে তাদের অবস্থার কথা জিজ্ঞেস করছিলেন তিনি।

আর কেউ একজন সেই ছবিটিই তুলে ফেলেছেন। ছবিটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি হাসপাতালে নিজের ছোট্ট শিশুকে নিয়ে দিন কাটাচ্ছেন এক মা। তাদের খোঁজ নিতে গিয়েই খাটে পা’খানি তুলে দেন শঙ্কর।

২০১৩ সালে ভারতের আইএএসে যোগদান করেন তিনি। অপুষ্টির শিকার মা ও শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শনে ডান ড. শঙ্কর। বলরামপুরের এই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অবশ্য নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘আমার কাজটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এটা নিয়ে এতোটা করার কিছু নেই।’

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368169
০৬ মে ২০১৬ বিকাল ০৪:১৩
কুয়েত থেকে লিখেছেন : যেমনই তোর ছিরি লাগে বিচ্ছিরি। ভালো লাগলো ধন্যবাদ
০৬ মে ২০১৬ বিকাল ০৪:২৮
305550
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
368208
০৬ মে ২০১৬ রাত ১০:৩৩
দ্য স্লেভ লিখেছেন : জি অনিচ্ছাকৃতভাবেই অভ্যানবশত অচ্ছুৎদের প্রতি পাদুকা প্রদর্শন
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৬
305648
বাকপ্রবাস লিখেছেন : বেয়াদপ স্বর্গে গেলেও পা উচু করে হাঁটবে
368212
০৬ মে ২০১৬ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাতে উঠছে!! এই দেশেও সরকারি কর্মকর্তারা এমনই করে!
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৬
305649
বাকপ্রবাস লিখেছেন : জুতান ছাড়া উপায় নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File