সন্মানিত সকল ব্লগারবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ মে, ২০১৬, ০২:১৮:২২ দুপুর
অত্যাসন্ন মাহে রমযানের বিশেষ গুরুত্ব ও মর্যাদা অনুধাবন করে মাসব্যাপী মূল্যবান আলোচনা ও লিখনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের জন্য সকল প্রবীণ ও নবীন ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি।
একইসাথে সকল আগ্রহী ব্লগারবৃন্দের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, বিষয় নির্বাচন ও বণ্টন, এবং লিখাসহ আলোচনা পর্বগুলোকে সুচারুরূপে একই পোষ্টে সংরক্ষণের জন্য আমার প্রিয় ব্লগার গাজী সালাউদ্দিন ভাইকে একান্তভাবে আন্তরিক আহ্বান জানাচ্ছি। যদি কোন ব্যক্তিগত সমস্যা বা আপত্তি না থাকে। প্রয়োজনীয় সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং আপ্যায়নের জন্য প্রিয় আংকেলজ্বি আবু জান্নাত, সুপ্রিয় ছোট ভাই দ্য শ্লেভ, প্রাণপ্রিয় ছোট বোন আফরা, সাদিয়া মুকিম ও মাহবুবা সুলতানা লায়লার প্রতি উদাত্ত আহ্বান পেশ করছি।
সেইসাথে প্রয়োজনীয় গঠনমূলক কার্যকরী পরামর্শ ও উপদেশ দেয়ার জন্য শ্রদ্ধেয় ব্লগার শেখের পোলা, রিদওয়ান কবির সবুজ এবং আবু সাইফ ভাইকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
সকল প্রাণপ্রিয় ব্লগারবৃন্দের সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে, আপনাদের সবাইকে আগাম রামাদানুল মোবারক...
বিষয়: বিবিধ
১৬৯০ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে আগাম রামাদানুল মোবারক আপু ।
আপু অনেক চিন্তায় আছি ২০ ঘন্টার উপরে রোজা আমার জন্য বেশী করে দুয়া করবেন আপু ।
পরামর্শ ছোট বড় সবাই দিতে পারে। ব্লগে অভিজ্ঞ ও প্রবীণ ভাইদের নাম উল্লেখ করেছি সেটাও কিন্তু অমূলক নয়। নিশ্চয়ই ওনাদের কাছ থেকে কিছু জ্ঞানগর্ভ উপদেশ এবং সুন্দর পরামর্শ পাওয়া যেতে পারে।
তাইতো একটু সময় হাতে নিয়েই সকলকেই আহ্বান জানানো হল।
ভয় পেয়ো না ছোট বোন। দয়াময় আমাদের কষ্টকে সহজ করে দিবেন ইনশাল্লাহ।
আমি যখন চিন্তা করি এ মাসে দোযখের আযাব বন্ধ রাখা হয় তখন ইচ্ছে হয় সারা বছর রমযান থাক। আর দোযখবাসী শান্তিতে অবস্থান করুক।
তোমার আন্তরিক সরব প্রথম উপস্থিতি মুগ্ধ করলো।
আপনার তো ভালো লাগলো কিন্তু গাজী ভাইয়ের ভালো লেগেছে কিনা সেটা তো এখনো জানা হল না।
আপনার আন্তরিক উপস্থিতি জন্য জাজাকাল্লাহু খাইর।
শুধু নজরে রাখা কেন?
কেন?? কি হলো??
এটা আমার অনুরোধ, অনুযোগ, আদেশ।
আপনার অনেক কষ্ট। তবু আপনি এই ব্লগে ছিলেন, আছেন এবং থাকবেন।
আশা করি, বিদায় বলে আমার কষ্টের কারণ হবেননা।
@ ঘুম কর্মী
মন্তব্য ও আন্তরিক উপস্থিতি জন্য জাজাকাল্লাহু খাইর।
আমিন। অনেক ধন্যবাদ আমাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য....
সুন্দর দোয়াটি পাঠকের উদ্দেশ্যে পেশ করার জন্য অনেক শুকরিয়া। আমীন। ছুম্মা আমীন।
এখন থেকে লিখা শুরু করে দেন ভাই। যেন প্রথম রামাদানেই আমরা আপনার মূল্যবান লিখা পাঠে শান্তি পেতে পারি। একাধিক লিখাও আবশ্যক।
মন্তব্য ও আন্তরিক উপস্থিতি জন্য জাজাকাল্লাহু খাইর।
লিখায় অংশগ্রহণের অনুরোধ থাকলো।
আপনার মন্তব্য ও আন্তরিক উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক খুশী হলাম। ইফতার পার্টির খানাপিনা জমবে বেশ। আলহামদুলিল্লাহ্।
তবে লিখাও কিন্তু আগে ভাগেই চাই। ভুলবেন না যেন।
আপনারাও শুরু করুন।
সবাই এই উদ্যোগে শামিল হওয়ার আশা করি।
ইনশাল্লাহ। আপনার স্বতঃস্ফূর্ত মনের জোর অভিভূত করলো।
মহান রব আপনাকে সর্বাবস্থায় সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দান করুন। আমীন।
লিখায় শরীক হওয়ার জন্য অনুরোধ করছি।
আল্লাহ সুবহানাহু তায়ালা কল্যাণকর কাজে আমাদের নিয়োজিত রাখুন এই দোআ করি সবার জন্য । খুবই অনুপ্রাণিত হলাম আলহামদুলিললাহ । আশাকরি সবাই এগিয়ে আসবো চমৎকার এই উদ্যোগটিকে বাস্তবায়িত করতে ইনশা আল্লাহ !
জাযাকিল্লাহ খাইর আপু।
তোমার আন্তরিক উদাত্ত আহ্বানসহ স্বতঃস্ফূর্ত প্রেরণা ভীষণ ভালো লাগলো। তাড়াতাড়ি লিখা প্রস্তুত কর। সেইসাথে ধ্রব নীল ভাইয়ার প্রস্তাব বিবেচনায় রাখার অনুরোধ থাকলো।
সবাইকে নিয়ে সর্বত ভালো থাকো এই দুয়া করি।
একটু কষ্ট করে যদি বিষয়বস্তুসহ একটি পোস্ট দিতেন তাহলে খুবিই ভালো হতো। আগ্রহী সকলের অংশগ্রহণের সুযোগও তৈরি হতো।
শুভেচ্ছা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। জাজাকাল্লাহ।
ব্যস্ততা অনেকটা বেশি। অনেক অনেক ধন্যবাদ জাযাকিল্লাহ খাইর
আমি এই পোস্ট না দেখেই....
দায়িত্ব পালন সবসময়ই কঠিন, তবে তা যখন আসে, পালন তো করতেই হয়। আর রমজান বলে কথা। এখানে তো কোন অজুহাতও চলেনা।
আফরার পরামর্শটা ভালো। ভেবে দেখতে পারেন। সত্যিই আগের লেখাটা বেশ বড় হয়ে গিয়েছিল, যাতে কিনা স্ক্রল করে নিচে এসে কমেন্ট করতে আমার নিজেরই কষ্ট হয়েছিল।
বিষয় নির্বাচন এবং বন্টন নিয়ে কয়েক দিনের মধ্যেই একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব।
ব্লগীয় আয়োজনটা ঠিক কখন শুরু হবে? শাবান মাসে, নাকি রমজান মাস থেকে?
আমাদের ভাবনাগুলো যুগপৎভাবে কেমন মিলে যাচ্ছে। আমি যখন ভাবছি রমজান নিয়ে একটা আয়োজন করতে, আর তখন আপনি শুধু ভাবেন নি। পোস্টও দিয়ে বসলেন। আলহামদুলিল্লাহ্।
শুধুমাত্র পাঠক হয়ে থাকার ইচ্ছা আংকেল!!?? মনটা মনের অজান্তেই খারাপ হয়ে গেল।
আর হ্যাঁ গাজী ভাই আপনাকে অনেক বেশী পছন্দ করে তাই একান্তেই আপনার ঘরে চলে গেছে!!
মহান রব হয়তোবা আপনার সুপ্ত বাসনাকে এভাবেই পূর্ণ করার তৌফিক দিবেন ইনশাল্লাহ।
আপনার মহৎ নিয়ত ও পরিশ্রমকে মহান রব কবুল করুন দোয়া করি।
আফরার প্রস্তাব অবশ্যই উত্তম এবং গ্রহণযোগ্য বলে আমিও মনে করি।
ব্লগীয় আয়োজন অর্থাৎ লিখা প্রকাশ পহেলা রমযান থেকে হলেই মনে হয় ভালো হতো। তবে শেখের পোলা ভাই যে পরামর্শ রেখেছেন সেই বিষয়বস্তুর আলোকে আলোচনা হলে আরও ভালো হতো। এ ব্যাপারে ওনার বিস্তারিত মতামত ও বিষয়বস্তু জানার অপেক্ষায়।
আশাকরি সমন্বিত চিন্তা ও মূল্যবান মতামতের প্রেক্ষিতে সময়োচিত সিদ্ধান্ত আপনিই নিবেন।
সকলের মতামত, পরামর্শ এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মহিমান্বিত মাহে রমযানের গুরুত্ব, তাৎপর্য ও প্রয়োজনীয়তা সকলের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করুক এটাই প্রত্যাশিত।
শুভ কামনায়।
পবিত্র মাসে এমনই হওয়া চাই
আপুকে অনেক ধন্যবা্দ
লিখায় অংশগ্রহণের অনুরোধ থাকলো।
অনেক ভালো একটা উদ্যোগ, মহান আল্লাহ এতে সফলতা দান করুন, আমিন।
রোজা রাখতে আমার কেন যেন কোন কষ্ট হয় না, তখন ভাবি, যারা কষ্ট করে রোজা রাখছে, তারা বুঝি আল্লাহ কে বেশি খুশি করতে পারছে, আর আমার বুঝি সোওয়াব কম হলো
প্রেরণা ও উৎসাহ দানের জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভব, অনুভূতি ও অভিব্যক্তি আপু। ভালো লাগলো অনেক।
২ জুন
পরিচালক- গাজী সালাউদ্দিন
রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।
রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত
পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন
রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন
চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি
রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী
৮ জুন
পরিচালক- সন্ধাতারা
সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা
সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ
ইফতারের ফজিলত-তটরেখা
ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান
রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম
১৪ জুন
পরিচালক- আফরা
রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা
যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম
তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ
গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা
রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে
২০ জুন
পরিচালক- দ্যি স্লেভ
মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা
প্রথম রোজা রাখার অভিজ্ঞতা-
ইতিকাপের ফজিলত-
ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল-
২৬ জুন
পরিচালক- আবু জান্নাত
রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী
রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ-
রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার
রাসূল এর রোজা পালন-
২ জুলাই
নূর আয়শা আব্দুর রহিম
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর-
সদকায়ে ফিতর-
যে ঘরগুলো খালি আছে, আপনি সেগুলো আপনার পছন্দমত কাউকে বসিয়ে দেবেন।
প্রতিদিন পড়ার মত এনার্জি, সময় সাধারণত আমাদের থাকেনা। তাই ৬ পর্বে আয়োজনটি সম্পন্ন করার চিন্তা করেছি।
এটা খসড়া। এখানে কাটসাট করতে চাইলে করতে পারেন। দু’তিন দিন পরে খসড়া ফাইনাল করে একটা পোস্ট দিয়ে দেবেন।
আমার লেখায় পাঠক কম, পোস্টটা আপনি করেন, এটাই আমি চাই। তবে ৬ দিনের একদিন পরিচালনার ভার না হয় আমিই নিলাম।
আপা। খসড়া কেমন হয়েছে, ভালো মন্দ দুটোই জানাবেন কিন্তু।
368674 ১১ মে ২০১৬ রাত ০১:৪২
সন্ধাতারা লিখেছেন : Salam. You have really done a nice job. Though I know it is a rough one, my proposal plz put on brother's name of shekher pola instead of me. Sadia mukim's n others name as well who are very interested. Finally you can post it so everybody can express his/her opinion. Thanks a million.
যদি কোন সংশোধনী না থাকে, তাহলে আজকেই পোস্ট করব। ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন