- সেই সময়টা কিশোর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৬, ০৭:১০:৩২ সন্ধ্যা
সেই ঘুড়িটা লাল
কাটা ঘুড়ি ধরতে গিয়ে
বাঁধ সাধেনি খাল।
-
সেই গরুটা কালো
সবুজ ঘাসে সাদা দাতের
ছড়াচ্ছিল আলো।
-
সেই সময়টা দুপুর
ছাদের উপর চুল শুকাতে
দাঁড়িয়েছিল নুপুর।
-
গরু আসল তেড়ে
ঘুড়ি গেল উড়ে
মনটা নিল কেড়ে।
বিষয়: বিবিধ
৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন