আসেন সবাই চুপ থেকে দেশের শবযাত্রায় অংশ নেই

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম ০৪ মে, ২০১৬, ০৬:৩১:০৬ সন্ধ্যা

মাদ্রাসা ছাত্র ইমরানকে গতরাতে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। আহারে পোলাডা কত ভালা আছিলো........

মোল্লা বাড়ির স্কুল পড়ুয়া রাসেলের গুলিবিদ্ধ লাশ ১০ দিন পর পাওয়া গেল। আল্লাহ তারে জান্নাত নসীব করুক.......

কলেজ পড়ুয়া রানুর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে ধানক্ষেতে। ইস্ মাইয়্যাডা কালকেও কত সুন্দর কইরা সালাম দিছিলো........

পাশের বাড়িতে চলছে জমজমাট জুয়ার আসর। আসতাগফিরুল্লাহ..... আসতাগফিরুল্লাহ........

কুতুবের বউ রাতের আঁধারে বোতামের সাথে পালিয়ে গেছে। কি অসভ্য মহিলারে! মন চায় জুতা দিয়া পিডাইতে.....

ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষকের হাত কেটে নিলো বখাটেরা। কি দরকার আছিলো এই সব ঝুট ঝামেলার.......

অবৈধ সন্তান পেটে ধারণ করলো বিধবা কইতুরী। তওবা.... তওবা.....

নকল করতে না দেয়ায় শিক্ষককে মারধর করলো সরকার দলীয় নেতার ছেলে। পোলাডা এক্কবারে বাপের স্বভাব পাইছে......

কু্রআন তালীম করার সময় ৬ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মাইয়্যা মাইনষের এত বাড়াবাড়ি ভালা না......

দায় এড়ানোর চেষ্টা সবখানেই। আমরা স্বভাবগতভাবেই এরকম আহাম্মক। যতক্ষন পর্যন্ত নিজের উপর বিপদ এসে না পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা মাথা ঘামাই না। কিন্তু এভাবে কতদিন টিকে থাকা যাবে?

খুব বেশীদিন এভাবে টিকে থাকা যাবেনা কারণ সবকিছুই সীমিত। অন্যের বোন পালিয়ে গেলে এটা নিয়ে হাসাহাসি করার পর ঘরে এসে দেখবেন আপনার ভাই এর সাথেই পালিয়ে গেছে অন্যের বোন।

আজ এ ও আক্রান্ত হচ্ছে, ভাবছেন তাতে আপনার কি আসে যায়?

জাস্ট ওয়েট এন্ড সী

আপনিও সেই আক্রান্তের তালিকায় যাবেন কারণ এক মুরগী বার বার জবাই দেয়া যায় না, নতুন নতুন মুরগী দরকার হয়।

অতএব সময় থাকতে সাবধান হোন।

সাবধানকারীর গলাটিপে না ধরে তার সহযাত্রী হোন।

মুক্তি মিলবেই...... ইনশাল্লাহ

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File